shono
Advertisement
IPL 2025

সেলাই পড়েছে রাহানের আঙুলে, পরের ম্যাচে কি দলের বাইরে নাইট অধিনায়ক?

রাহানের চোট চিন্তায় রাখবে কেকেআর শিবিরকে!
Published By: Prasenjit DuttaPosted: 02:36 PM Apr 30, 2025Updated: 02:36 PM Apr 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে দিল্লি ক্যাপিটালসকে হারাতেই হত। 'মাস্ট উইন' সেই ম্যাচে জয়ের সরণিতে ফিরেছে রাহানে বাহিনী। তবে, জয়ের আনন্দের মাঝে কিছুটা হলেও তিতকুটে স্বাদ। রোববার রাজস্থান রয়্যালস ম্যাচের আগে নাইট অধিনায়কের চোট কেকেআর শিবিরকে চিন্তায় রাখবে।

Advertisement

দিল্লির ইনিংসের ১১তম ওভারের ঘটনা। কভারে দাঁড়িয়েছিলেন অজিঙ্ক রাহানে। ফাফ ডু প্লেসিসের একটি তাগড়াই শট বাঁচাতে গিয়ে আঙুলে চোট পান তিনি। বল এতটাই জোরে লাগে যে, আঙুল ধরে বসে পড়তে দেখা যায় তাঁকে। ছুটে আসেন ফিজিও। চোটের পরিস্থিতি বুঝে তিনি রাহানেকে উঠে যেতে বলেন। বাকি সময়টা নাইটদের নেতৃত্ব দেন সুনীল নারিন।

এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আইপিএলের বাকি ম্যাচে কি খেলতে পারবেন রাহানে? জানা গিয়েছে, তাঁর চোট খতিয়ে দেখবেন চিকিৎসকরা। ম্যাচের পর কেকেআর স্পিনার অনুকূল রায় ভক্তদের কিছুটা আশ্বস্ত করে বলেন, "চোট দেখে তো খুব একটা গুরুতর মনে হচ্ছে না। সেরে উঠতে হয়তো দু-তিনদিন সময় লাগতে পারে। এ ব্যাপারে ডাক্তাররা ঠিকঠাক বলতে পারবেন। কিন্তু আপাতত ও ঠিকই আছে। কয়েকটা সেলাইও পড়েছে। যদিও তা সামলে নেওয়া সম্ভব।"

খোদ রাহানে কি বলছেন? তিনি কিন্তু পরবর্তী ম্যাচ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। তাঁর কথায়, "চোট এমন কিছু গুরুতর নয়। আমি ঠিকই আছি। আশা করি খুব তাড়াতাড়ি সেরে উঠবে।" বিশেষজ্ঞ মহল মনে করছে, রোববার ম্যাচের আগে হাতে কিছুটা সময় থাকায় চোট সারিয়ে ওঠায় বেশি ঝক্কি পোহাতে হবে না রাহানেকে। বলাই বাহুল্য যে, তিনিই চলতি আইপিএলে নাইটদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। তাই আগামী ম্যাচগুলোয় দলের প্রয়োজন তাঁকে। ১০ ম্যাচে ২৯৭ রান করেছেন নাইট অধিনায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লির ইনিংসের ১১তম ওভারের ঘটনা।
  • কভারে দাঁড়িয়েছিলেন অজিঙ্ক রাহানে।
  • ফাফ ডু প্লেসির একটি তাগড়াই শট বাঁচাতে গিয়ে আঙুলে চোট পান তিনি।
Advertisement