সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে নতুন নির্দেশিকা জারির পথে বিসিসিআই। সূত্রের খবর, ফ্র্যাঞ্চাইজিগুলোর প্র্যাকটিস সেশনে রাশ টানতে চলেছে বোর্ড। মূলত পিচের তরতাজা চরিত্র বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর।
একটি ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বোর্ডের নতুন নিয়মে তিন ঘণ্টার সর্বোচ্চ সাতটি প্র্যাকটিস সেশন করতে পারবে দলগুলি। সেই সঙ্গে মাত্র দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারবে তারা। এছাড়া আইপিএল শুরু হয়ে গেলে ম্যাচের দিন ওই পিচে কোনও অনুশীলন করা যাবে না। টানা ঘরোয়া ক্রিকেটের পর যাতে পিচের তরতাজা ভাব বজায় থাকে, সেই জন্যই এই নিয়ম জারি করা হচ্ছে বলে খবর। এর আগেই আইপিএলের দলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে, যাতে অন্য কোনও টুর্নামেন্টে মাঠ ব্যবহার করা না হয়।
সূত্র অনুযায়ী, বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, 'প্র্যাকটিস ম্যাচগুলো মূল পিচের পাশের কোনও পিচে করতে হবে। যদি কোনও দল ফ্লাডলাইটে প্র্যাকটিস ম্যাচ খেলে, তাহলে তা যেন কোনও ভাবে সাড়ে তিন ঘণ্টার বেশি না হয়। প্র্যাকটিস ম্যাচও বিসিসিআইয়ের অনুমতি নিয়েই খেলতে হবে।'
এখানেই শেষ নয়। আরও জানানো হচ্ছে, 'পিচ তৈরি করার জন্য ওই মাঠের ফ্র্যাঞ্চাইজিকে প্রথম ম্যাচের অন্তত চার দিন আগে থেকে ওই পিচে অনুশীলন বন্ধ করে দিতে হবে। তবে বড় শট প্র্যাকটিস করার জন্য উইকেটের একটা দিক ছেড়ে দেওয়া হবে।' এর সঙ্গে আর একটা সমস্যা সমাধানের পথে হাঁটছে বোর্ড। অনেক ক্ষেত্রে, একই সময় দুটি দল প্র্যাকটিস করতে চায়। সেক্ষেত্রে দুদলের ম্যানেজারকে আলোচনা করতে হবে। তাতেও সমাধান না বেরোলে, বিসিসিআই সেখানে হস্তক্ষেপ করবে।
