shono
Advertisement

Breaking News

Rishabh Pant

পন্থকে বাদ দিয়েই পরের বছরের পরিকল্পনা লখনউয়ের, জল্পনা উঠতেই 'গর্জন' ২৭ কোটির তারকার

১২ ম্যাচে মাত্র ১৩৫ রান করেছেন পন্থ।
Published By: Arpan DasPosted: 08:25 PM May 23, 2025Updated: 08:27 PM May 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলটা একেবারেই ভুলে যেতে চাইবেন ঋষভ পন্থ। ১২ ম্যাচে করেছেন মাত্র ১৩৫ রান। খেলেছেন ১৩৫ বল। ২৭ কোটির পন্থের নেতৃত্বে প্লে অফেও উঠতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। তারপরই জল্পনা ছড়ায়, পরের মরশুমে পন্থকে রাখবে না সঞ্জীব গোয়েঙ্কার দল। কিন্তু সত্যিই কি তাই? সেই বিষয়ে বিস্ফোরক পোস্ট খোদ পন্থের।

Advertisement

এবারের আইপিএলে রান পাননি পন্থ। একটি হাফসেঞ্চুরি ছাড়া বলার মতো পারফরম্যান্সও নেই। অনেকে মনে করছেন, ২৭ কোটি টাকার চাপ তিনি নিতে পারছেন না। আর সেটার ফলে ভুগছে গোটা দলও। এর মধ্যে সোশাল মিডিয়ায় একাধিক গুজব ছড়ায় পন্থের এলএসজি ভবিষ্যৎ নিয়ে। এমনকী বেশ কিছু পোস্টে তো এমন দাবিও করা হয় যে, পরের বছর সম্ভবত গোয়েঙ্কার দল রিটেইন করবে না পন্থকে।

আর সেই সব দেখে খাপ্পা তারকা উইকেটকিপার। তিনি পালটা লিখেছেন, 'বুঝতে পারছি কিছু ভুয়ো খবর ছড়ালে জনপ্রিয়তা বাড়ে। সেটার উপর ভরসা করে খবর তৈরি করবেন না। একটু দায়িত্ববান হন। বিশ্বাসযোগ্য খবর প্রকাশ করুন। তাতে প্রচারমূলক ভুয়ো খবর ছড়ানোর প্রবণতা কমবে। ভালো থাকুন। সোশাল মিডিয়ায় কিছু লেখার আগে দায়িত্ববান হতে শিখুন।'

তবে পন্থ ব্যর্থ হলেও তাঁর পাশে দাঁড়াচ্ছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। তাঁর বক্তব্য, "কঠিন সময়ে একজন মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায়। ঋষভ কিন্তু শক্ত ছিল। সেটাকে আমি সম্মান করি। আমরা সবাই জানি, গত কয়েক বছরে ওর উপর দিয়ে কী গিয়েছে। কিন্তু তাও পারফর্ম করে গিয়েছে। দলের সবার জন্য ও লড়াই করেছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি আইপিএলটা একেবারেই ভুলে যেতে চাইবেন ঋষভ পন্থ। ১২ ম্যাচে করেছেন মাত্র ১৩৫ রান। খেলেছেন ১৩৫ বল।
  • ২৬ কোটির পন্থের নেতৃত্বে প্লে অফেও উঠতে পারেনি লখনউ সুপার জায়ান্টস।
  • তারপরই জল্পনা ছড়ায়, পরের মরশুমে পন্থকে রাখবে না সঞ্জীব গোয়েঙ্কার দল।
Advertisement