সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবি সন্ধ্যায় রয়েছে আইপিএলের মেগা ম্যাচ। চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ধোনি ধামাকার অপেক্ষায় রয়েছেন সিএসকে ফ্যানেরা। তাঁকে নিয়ে রয়েছে বাড়তি আগ্রহ। সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও কিন্তু ধোনিকে নিয়ে আশাবাদী। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে উঠে এল সে তথ্যই। সেখানে তিনি সতীর্থ মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে বেশ মজাদার এক মন্তব্য করেছেন।

পঞ্চাশে শচীন পারছেন, ধোনি খেললেই 'দোষ'! সাংবাদিকরা ধোনির অবসর নিয়ে ঋতুরাজ কাছে জানতে চান। সিএসকে অধিনায়ক মজার ঢঙে অনেকটা এমনই বললেন। তাঁর কথায়, "শচীন তেণ্ডুলকর ৫১ বছর বয়সেও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছেন। তাহলে ধোনিও বা পারবেন না কেন? এখনও তিনি অনেক বছর খেলবেন।'' আসলে সম্প্রতি শেষ হওয়া মাস্টার্স লিগে ইন্ডিয়া মাস্টার্সকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেছিলেন 'লিটল মাস্টার'। সেই লিগে তাঁকে পাওয়া গিয়েছিল পুরনো অবতারে। পরিচিত কভার ড্রাইভ, চেনা আপার কাট বেরিয়ে এসেছিল তাঁর ব্যাট থেকে।
ধোনির বয়স ৪৩। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০১৯-এ। তারপর আইপিএলে তাঁকে দেখে মনোরঞ্জিত হয়েছে সমর্থকরা। দশ মাস পর ফের আইপিএল মঞ্চে তাঁকে দেখা যাবে। মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে জমিয়ে অনুশীলনে ব্যস্ত মাহি। তাঁকে দেখে কিন্তু পুরনো ধোনির কথা মনে পড়ছিল। চিপকে মাথিশা পাথিরানার বলে তাঁকে হেলিকপ্টার শটে বিরাট সব ছক্কা হাঁকাতেও দেখা গিয়েছিল। এমনকী তাঁর সতীর্থ স্যাম কুরান গভীর রাত পর্যন্ত ধোনির অনুশীলনের কথাও তুলে ধরেছেন।
ঋতুরাজের সংযোজন, "এই ৪৩ বছর বয়সেও ধোনি যা করছেন, তা এক কথায় অসাধারণ। আমাদের প্রত্যেককেই সেটা অনুপ্রাণিত করে। গত দুবছর ধরে আমরা কিছু জিনিস মেনে চলছি। এটা পরিকল্পনারই অংশ। আশা করি ধোনি এভাবেই পরিস্থিতি অনুযায়ী গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।'' গত বছর হাঁটুতে চোট নিয়েই চেন্নাইকে টেনেছিলেন মাহি। ৭-৮ নম্বরে নামলেও স্ট্রাইক রেট ছিল ২২০.৫৫। যদিও প্লে অফের আগেই ছিটকে যেতে হয়েছিল তাদের। এবার প্র্যাকটিসে ধোনির তাণ্ডব দেখে তাঁকে দারুণ ফিট মনে হচ্ছে। তাই সমর্থকরা ধোনি এবং সিএসকে নিয়ে নতুন আশায় বুক বেঁধেছেন। তিনি কি এবার উপরের দিকে ব্যাট করতে আসবেন? উত্তর সময়ই দেবে।