সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগ টেবিলে এখন তারা নবম স্থানে। চলতি আইপিএলে প্রথম দু'টি ম্যাচ হারার পর জয়ের সরণিতে ফিরে এসেছে রাজস্থান রয়্যালস। এই আবহে স্বস্তির খবর রাজস্থান শিবিরে। উইকেট কিপিংয়ের জন্য বিসিসিআইয়ের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন সঞ্জু স্যামসন।
বেঙ্গালুরু সেন্টার অফ এক্সিলেন্সের কাছ থেকে ফিট সার্টিফিকেট পেয়ে গেলেন সঞ্জু। আইপিএলের প্রথম তিন ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন। এবার সিওই থেকে ছাড়পত্র মেলায় গোটা ম্যাচেই খেলতে পারবেন তিনি। সঙ্গে ফের একবার রাজস্থানের অধিনায়ক হিসেবে তাঁকে দেখা যেতে চলেছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সঞ্জুর ফিটনেস রিপোর্ট পজিটিভ। তাই ৫ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে রাজস্থানের হয়ে অধিনায়ক হিসেবে খেলতে দেখা যাবে স্যামসনকে। ডান হাতের আঙুলে অস্ত্রোপচার হয়েছিল সঞ্জুর। সেই কারণে প্রথমে উইকেটকিপিং বা ফিল্ডিংয়ের অনুমতি পাননি তিনি। কেবল ব্যাট করার অনুমতি পেয়েছিলেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। সঞ্জুর জায়গায় রাজস্থানের ক্যাপ্টেন্সি সামলেছিলেন রিয়ান পরাগ।
গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের পরেরদিনই সঞ্জু স্যামসন গুয়াহাটি থেকে বেঙ্গালুরুর বিমান ধরেন। উইকেট কিপিংয়ের ছাড়পত্র পেতে মরিয়া ছিলেন তিনি। যদিও তিনি যে চোট সারিয়ে উঠেছিলেন, সেটা তখনই জানা গিয়েছিল। তবে, সিওই-তে স্পোর্টস সায়েন্স উইংয়ে পরীক্ষার পর যাবতীয় সংশয় দূর হল। পুরো মাত্রায় ফিরতে চলেছেন অধিনায়ক সঞ্জু স্যামসন। উল্লেখ্য, তাঁর জায়গায় দলের উইকেটরক্ষা করেছিলেন ধ্রুব জুড়েল। এবারের আইপিএলের প্রথম ম্যাচেই সঞ্জু করেছিলেন ৩৭ বলে ৬৬। তারপর চেনা ছন্দে পাওয়া যায়নি তাঁকে। কেকেআরের বিরুদ্ধে ১৩ এবং সিএসকে’র বিরুদ্ধে করেছেন ২০।