সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব দ্রুত শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় দফা। সরকারি ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র। এবারের আইপিএলে অসাধারণ ছন্দে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে বিরাট কোহলিরা। যদিও এই পরিস্থিতিতে আরসিবি'র জন্য দুঃসংবাদ। কাঁধে চোট পেয়ে দেশে ফিরে গিয়েছেন জশ হ্যাজেলউড। জানা গিয়েছে, আইপিএলের বাকি পর্বে তাঁকে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
চোটের কারণে সিএসকে ম্যাচে খেলানো হয়নি এই অজি পেসারকে। যেদিন আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা হয়, সেদিন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল বিরাটদের। সেই ম্যাচেও অনিশ্চিত ছিলেন হ্যাজেলউড। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, দ্বিতীয় দফায় আর নাও ফিরতে পারেন তিনি। তবে কেবলই চোটের কারণে কি ভারতে আসতে চাইছেন না? এই প্রশ্নও উঠছে।
সূত্রের খবর, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা নাকি ভারতে আসতে চাইছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়াও এ ব্যাপারে খেলোয়াড়দের কোনও চাপ দেবে না বলে জানা গিয়েছে। অন্যদিকে, ১১ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ফাইনালের আগে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম পাওয়া জরুরি। সেই কারণে অনেকেরই ধারণা, হ্যাজেলউড হয়তো চাইছেন পুরো ফিট হয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামতে।
হ্যাজেলউড জানিয়েছেন, দলে ফেরার জন্য রিহ্যাব করছেন। তিনি না ফিরলে আরসিবি'র বোলিং বিভাগ কিছুটা দুর্বল হয়ে পড়বে। চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছে তাঁকে। ১০ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। বেগুনি টুপির লড়াইয়ে তিনি তৃতীয় স্থানে। তবে, আইপিএলের দ্বিতীয় দফায় তিনি অনিশ্চিত হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলেই মনে করছে অস্ট্রেলিয়া বোর্ড।
