সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় লিগ টেবিলের তলানিতে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখান থেকে টানা ছটি ম্যাচ জিতেছে। প্লে অফ কার্যত নিশ্চিত তাদের। কিন্তু এই কামব্যাকের কৃতিত্ব কি হার্দিক পাণ্ডিয়ার? সেই বিষয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর।
গত মরশুমটা একেবারেই ভালো কাটেনি মুম্বইয়ের। তার মধ্যে ছিল নেতৃত্ব নিয়ে বিবাদের গুঞ্জন। এবারও হার্দিকের শুরুর ম্যাচগুলো দেখে মনে হয়েছিল সমস্যা মেটেনি। কিন্তু সেখান থেকে মুম্বইসুলভ কামব্যাক করেছেন তাঁরা। বর্তমানে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
কীভাবে এই অসাধ্যসাধন করল মুম্বই ইন্ডিয়ান্স? এই বিষয়ে গাভাসকর বলেন, "গত বছরের থেকে এবার দর্শকদের সমর্থন বেশি পাচ্ছে। আগেরবার হার্দিক নিজেকে সেভাবে মানিয়ে নিতে পারেনি। মুম্বই ভক্তদের সমর্থনও পায়নি। এবার সবাই যেন বলছে, যাও এবার জিতিয়ে দেখিয়ে দাও। আর মুম্বইয়ের এখনও একটা ঘরের ম্যাচ বাকি।"
গাভাসকর আরও একটি বিষয়ের দিকে ইঙ্গিত করছেন। হার্দিকের ছোট ছোট আচরণ কীভাবে দলে বদল এনেছেন, সেটা মনে করিয়ে দিচ্ছেন তিনি। গাভাসকর বলছেন, "ওর ঠান্ডা মাথাও কিন্তু এই কামব্যাকের নেপথ্যে রয়েছে। যখন কেউ ফিল্ডিং মিস করে বা ক্যাচ মিস করে, হার্দিক একেবারে আবেগহীন থাকে। আবার নিজের জায়গায় ফিল্ডিং করতে চলে যায়। অধিনায়ক যদি বাড়তি অঙ্গভঙ্গি করে, সেটা ফিল্ডারকে নার্ভাস করে দেয়। হার্দিক সেটা করে না।" গাভাসকর আশাবাদী, মুম্বই ইন্ডিয়ান্স এবারও আইপিএল জিতবে।
