shono
Advertisement
IPL 2025

করোনায় আক্রান্ত সানরাইজার্স ক্রিকেটার, ভারতে আসছেন কবে?

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সানরাইজার্সের হেডকোচ।
Published By: Prasenjit DuttaPosted: 08:47 PM May 18, 2025Updated: 08:47 PM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। যদিও ম্যাচের আগে সানরাইজার্স শিবিরে দুঃসংবাদ। জানা গিয়েছে, কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন অজি তারকা ট্র্যাভিস হেড। তাঁকে ছাড়াই হয়তো সোমবার মাঠে নামতে হতে পারে সানরাইজার্সকে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তাদের হেডকোচ ড্যানিয়েল ভেত্তোরি। সেই কারণে এখনও পর্যন্ত তিনি ভারতে ফিরতে পারেননি।

Advertisement

এই অজি তারকা কখন এবং কোথায় সংক্রমণে আক্রান্ত হয়েছেন, সে সম্পর্কে কোনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। ভেত্তোরি জানিয়েছেন, সোমবার সকালে ভারতে আসবেন হেড। দলের চিকিৎসকরা তাঁর পরীক্ষা করবেন। তিনি বলেন, "ট্র্যাভিস সোমবার সকালে ভারতে আসছেন। কোভিড আক্রান্ত হয়েছিলেন বলে তিনি ভারতে আসতে পারেননি। সোমবার তাঁর শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে যে, তিনি খেলবেন কিনা।"

ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। এই পরিস্থিতিতে অনেক অজি ক্রিকেটারই দেশে ফিরে গিয়েছেন। এরমধ্যে হায়দরাবাদ দলেই ছিল দুই অজি তারকা। ট্র্যাভিস হেড এবং প্যাট কামিন্স।

কামিন্স যে বাকি ম্যাচগুলিতে খেলবেন, তা ইতিমধ্যেই নিশ্চিত করেছে সানরাইজার্স। আর হেডের ব্যাপারে সোমবার জানা যাবে। যদিও দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি দলের প্লে অফে যাওয়ার লড়াই থেকে ছিটকে গিয়েছে। ২৫ মে তারা শেষ ম্যাচ খেলবে। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। উল্লেখ্য, চলতি মরশুমে ১১ ম্যাচে মাত্র ২৮১ রান করেছেন হেড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ।
  • যদিও ম্যাচের আগে সানরাইজার্স শিবিরে দুঃসংবাদ।
  • জানা গিয়েছে, কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন অজি তারকা ট্র্যাভিস হেড।
Advertisement