shono
Advertisement
KKR

রবিবারের ইডেনে ১ টিকিটে কেকেআরের ২ 'ম্যাচ', ব্যাপারটা কী?

কারা খেলবেন এই 'ম্যাচে'?
Published By: Arpan DasPosted: 09:23 AM May 03, 2025Updated: 09:23 AM May 03, 2025

স্টাফ রিপোর্টার: আগামী রবিবার যদি ইডেনে কেকেআর বনাম রাজস্থান রয়‍্যালস ম্যাচ দেখতে যান, খেলা শেষ হওয়া মাত্র মাঠ ছেড়ে চলে যাবেন না। কারণ, সে দিন কেকেআর-রাজস্থান যুদ্ধ শেষ হওয়ার পর দ্বিতীয় আর একটা ম্যাচ শুরু হবে ইডেনে! সেখানে কেকেআর এবং রাজস্থানের জনা কয়েক ক্রিকেটারই নামবেন। তবে পূর্ণ একাদশ নয়। দু'টো টিম থেকে তিন জন করে।

Advertisement

পুরো ব্যাপারটা কী?

আদতে এটা ছয় হাঁকানোর চ্যালেঞ্জ। যার পোশাকি নাম 'সুপার সিক্স চ্যালেঞ্জ'। যা আইপিএলে চলছে, বছর দশেকের উপরে হয়ে গেল। যে চ্যালেঞ্জের মুখ্য উদ্দেশ্য হল, কোন ক্রিকেটার সবচেয়ে বড় ছয় মারছেন, তা নির্ধারণ করা। এখানে বোলাররা নয়। বল ছোঁড়া হয় বোলিং মেশিন থেকে। দুই যুযুধান টিম থেকে তিন জন করে প্লেয়ার নির্বাচন করা হয়। যাঁরা কি না প্রত্যেকে চারটে করে বল খেলেন। অর্থাৎ, প্রতিটা টিম খেলে বারোটা করে ডেলিভারি। প্রস্তুতির জন্য দু'টো করে ডেলিভারি পেয়ে থাকেন ব্যাটাররা। তার পর নেমে পড়েন প্রতিদ্বন্দ্বিতায়। এবার দু'দল মিলিয়ে ছ'জন ব্যাটারের মধ্যে যিনি সবচেয়ে বড় ছয় মারবেন, যাঁর ছয় সবচেয়ে বেশি দূরত্ব পার করবে, তিনিই বিজয়ী। এবং ছয়-যুদ্ধের জয়ীর জন্য আলাদা পুরস্কারও রয়েছে।

সাধারণত, দুপুরে খেলা থাকলে সুপার সিক্স চ্যালেঞ্জ হয়ে থাকে। খেলা মিটলে পরে। রবিবারই এবারের আইপিএলে কেকেআরের শেষ দুপুরের ম্যাচ। তাই শোনা গেল, খেলা শেষে সুপার সিক্স চ্যালেঞ্জ শুরু হবে। এমনিতে দেখতে গেলে, কেকেআর এবং রাজস্থান- দু'টো টিমেই পাওয়ার হিটার প্রচুর। কেকেআরে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েলের মতো বিধ্বংসী ব্যাটাররা রয়েছেন। রাজস্থান রয়‍্যালসে আবার রয়েছেন বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেলরা। অতএব, কেকেআর বনাম রাজস্থান আইপিএল যুদ্ধের পর যদি ছক্কার যুদ্ধ সমান শিহরণ ছড়ায়, আশ্চর্য হওয়ার কিছু নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী রবিবার যদি ইডেনে কেকেআর বনাম রাজস্থান রয়‍্যালস ম্যাচ দেখতে যান, খেলা শেষ হওয়া মাত্র মাঠ ছেড়ে চলে যাবেন না।
  • কারণ, সে দিন কেকেআর-রাজস্থান যুদ্ধ শেষ হওয়ার পর দ্বিতীয় আর একটা ম্যাচ শুরু হবে ইডেনে!
  • সেখানে কেকেআর এবং রাজস্থানের জনা কয়েক ক্রিকেটারই নামবেন। তবে পূর্ণ একাদশ নয়।
Advertisement