সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবাক করা সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের। এবারের আইপিএলে প্রথম তিনটি ম্যাচে দলে থাকবেন 'অধিনায়ক' সঞ্জু স্যামসন। কিন্তু অধিনায়কত্ব করতে দেখা যাবে না সঞ্জুকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন তিনি। বিকল্প অধিনায়কও খুঁজে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

দলের তরফে জানানো হয়েছে, সঞ্জুর জায়গায় নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। কিন্তু আচমকা কেন এমন সিদ্ধান্ত? আসলে সঞ্জু স্যামসন সুস্থ হয়ে রাজস্থান শিবিরে ফিরলেও তাঁর চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। ব্যাটিংয়ের অনুমতি পেলেও উইকেটকিপিং করতে পারবেন না। সুতরাং পুরোপুরি ম্যাচ ফিট নন তিনি। সেই কারণেই এমন সিদ্ধান্ত রাজস্থান কর্তৃপক্ষের। তাই সানরাইজার্স হায়দরাবাদ, কেকেআর ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে পুরোপুরি পাওয়া যাবে না সঞ্জুকে।
রাজস্থান রয়্যালস তাদের ইনস্টাগ্রাম পেজে বিষয়টি নিশ্চিত করে একটি ভিডিও পোস্ট করেছে। তাদের ঘোষণা, 'সঞ্জু প্রথম তিনটি ম্যাচে ব্যাটার হিসেবে খেলবেন। ম্যাচগুলিতে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ! দলের অবিচ্ছেদ্য অংশ সঞ্জু। উইকেটকিপিং ও ফিল্ডিংয়ে অনুমতি না মেলা পর্যন্ত আপাতত ব্যাট হাতেই ও দলকে সাহায্য করবেন। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে অধিনায়ক হিসেবে তাঁকেই দেখা যাবে।'
এদিন স্যামসন বলেন, “পরের তিনটি ম্যাচের জন্য পুরোপুরি ফিট নই। আমাদের দলে অনেকেই নেতৃত্ব দিতে পারে। গত কয়েক বছরে অনেকেই আমাদের দলের খেয়াল রেখেছে। পরের তিনটে ম্যাচে রিয়ান দলকে নেতৃত্ব দেবে। আশা করি সবাই ওর পাশে থাকবে।"
২০১৯ সালে রাজস্থানের হয়েই কেরিয়ার শুরু রিয়ান পরাগের। প্রথমবার তিনি নেতৃত্ব দিতে চলেছেন। অসমের এই ডানহাতি ব্যাটার কঠিন আইপিএল মরশুম পার করেছেন। প্রথম পাঁচটি মরশুমে তেমন সফল ছিলেন না। তাই সমালোচিতও হয়েছিলেন। তবে, ঝড় সামলে গত বছর নিজেকে উজাড় করে দিয়েছিলেন। ১৬ ম্যাচে প্রায় ১৫০ (১৪৯.৩) স্ট্রাইক রেটে তাঁর রান ছিল ৫৭৩।