সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ঋষভ পন্থের। মুম্বইয়ের কাছে ৫৪ রানে হারা ম্যাচেও ব্যাট হাতে ছন্দহীন থেকেছেন তিনি। করেছেন মাত্র ৪। তার উপর শাস্তির খাঁড়াও নেমে এসেছে লখনউ অধিনায়কের উপর। যদিও এদিন নিজের ফর্ম নিয়ে মুখও খুলেছেন তিনি।
মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে মন্থর বোলিংয়ের অপরাধে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে পন্থকে। এপ্রিলে শুরুতেও জরিমানার কবলে পড়তে হয়েছিল তাঁকে। একানা স্টেডিয়ামে একই অপরাধে তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। এবার তাঁকে জরিমানা হিসেবে গুনতে হবে ২৪ লক্ষ টাকা। অর্থাৎ, একই অপরাধে দ্বিতীয়বার সাজা পেতে হল পন্থকে।
আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, "স্লো ওভাররেটের কারণে জরিমানা করা হয়েছে পন্থকে। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুসারে শাস্তি হয়েছে তাঁর। চলতি আইপিএলে এমন অপরাধ দ্বিতীয়বার করেছেন তিনি। সেই কারণে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।" এখানেই শেষ নয়, পন্থ ছাড়াও লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশের বাকি ক্রিকেটারদেরও ম্যাচ ফি'র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
রাজস্থান রয়্যালসের পর সুপার জায়ান্টসই এমন এক দল, যাদের দু'বার জরিমানা করা হল। মার্চে গুয়াহাটিতে সিএসকে'র বিরুদ্ধে মন্থর বোলিংয়ের কারণে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল রিয়ান পরাগকে। এরপর ৯ এপ্রিল, আহমেদাবাদে গুজরাট টাইটান্স ম্যাচে স্লো ওভাররেটের কারণে ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল সঞ্জু স্যামসনকেও।
যদিও নিজের ফর্ম নিয়ে মুখ খুলেছেন ঋষভ পন্থ। তাঁর কথায়, "এটা এমন একটা মরশুম, যেখানে নিজের জন্য কোনও কিছুই ঠিকমতো হচ্ছে না। নিজেকেই বারবার প্রশ্ন করতে ইচ্ছা করছে যে, কী ঘটছে আমার সঙ্গে! যখন দল ভালো খেলে, তখন এমন ভাবনা আসে। কারণ এটা দলগত খেলা।" উল্লেখ্য, রবিবার হেরে গেলেও পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে পন্থের দল।
