shono
Advertisement

Breaking News

KKR

একধাক্কায় ২০০০ টাকা কমল টিকিটের দাম! ইডেনে নাইটদের ম্যাচ দেখতে খসবে কত?

কত হল নাইটদের ম্যাচের টিকিটের দাম?
Published By: Arpan DasPosted: 04:46 PM Mar 30, 2025Updated: 04:46 PM Mar 30, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: দাম কমল ইডেনে কেকেআর ম্যাচের টিকিটের। ৮ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ নাইটদের। সেই ম্যাচের টিকিটের দাম কমেছে। তবে তার আগে ৩ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের দাম এখনও অপরিবর্তিত। এর আগে ইডেনে আরসিবির বিরুদ্ধে ম্যাচের টিকিটের চড়া দাম নিয়ে চর্চা হয়েছিল।

Advertisement

২২ মার্চ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের ন্যূনতম দাম ছিল ৯০০ টাকা। তারপর ২০০০, ৩৫০০, ৫০০০, ৬০০০, ১০ ও ১৫ হাজার টাকার টিকিট ছিল। ৮ এপ্রিল লখনউ ম্যাচের ন্যূনতম টিকিটের দাম অবশ্য বদলাচ্ছে না। সেটা ৯০০ টাকাই থাকছে। কিন্তু তারপর টিকিটের দাম কমে হচ্ছে ১২০০, ১৫০০, ১৮০০ টাকা। অর্থাৎ, একধাক্কায় ২০০০ টাকাও কমছে টিকিটের দাম। ক্লাব হাউসের আপার টিয়ার ৬০০০ টাকা ও লোয়ার টিয়ারের দাম ১০০০০ টাকা। এরপর আছে ১২ , ২৫ ও ৩৫ হাজার টাকার টিকিট।

তবে ৩ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের টিকিটের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে। এমনিতে গত বছরের তুলনায় এবার ন্যূনতম টিকিটের দাম বাড়ানো হয়েছিল। গতবার যেখানে ৭৫০ টাকা টিকিটের দাম ছিল, এবার সেটা বেড়ে হয়েছিল ৯০০ টাকা। ২২ মার্চ উদ্বোধনের দিন তারকাদের আসর বসেছিল ইডেনে। উপস্থিত ছিলেন শাহরুখ খান, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানিরা। তারপর ছিল বিরাট কোহলিদের বিরুদ্ধে ম্যাচ। এক মঞ্চে এত তারকাকে একসঙ্গে দেখার জন্য চড়া মূল্যও গুনতে হয়েছিল ক্রিকেট সমর্থকদের।

উল্লেখ্য, লখনউয়ের বিরুদ্ধে ম্যাচটি প্রথমে হওয়ার কথা ছিল ৬ এপ্রিল। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত কারণে সূচি বদলায়। ৬ তারিখের বদলে ৮ এপ্রিল পন্থদের বিরুদ্ধে নামবে নাইটরা। ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে তিনটে থেকে। টিকিটের দাম কত রাখা হবে, সেটা ফ্র্যাঞ্চাইজিই ঠিক করে। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচেও এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কি না, সেটাই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দাম কমল ইডেনে কেকেআর ম্যাচের টিকিটের। ৮ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ নাইটদের।
  • সেই ম্যাচের টিকিটের দাম কমেছে। তবে তার আগে ৩ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের দাম এখনও অপরিবর্তিত।
  • এর আগে ইডেনে আরসিবির বিরুদ্ধে ম্যাচের টিকিটের চড়া দাম নিয়ে চর্চা হয়েছিল।
Advertisement