টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিন পরেই দামামা বেজে যাবে আইপিএলের। ৮ মার্চ বিশ্বকাপের ফাইনাল। তার ১৮ দিন পর, অর্থাৎ ২৬ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএলের ১৯তম সংস্করণ। ফাইনাল হবে ৩১ মে। কিন্তু বিস্তারিত সূচি বানানো নিয়ে সমস্যা! কারণ পাঁচ রাজ্যের নির্বাচন। যে কারণে আইপিএলের পুরো সূচি এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
মার্চ থেকে মে মাসের মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে নির্বাচন। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কলকাতা নাইট রাইডার্স ও তামিলনাড়ু থেকে চেন্নাই সুপার কিংস আইপিএলে খেলবে। এছাড়া রাজস্থান রয়্যালসেরও অসমের গুয়াহাটিতে খেলার সম্ভাবনা রয়েছে। তবে পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই কারণে সূচি বানানোর প্রক্রিয়া শেষ করা হয়নি। নির্বাচন কমিশন থেকে দিনক্ষণ জানা গিলেই চূড়ান্ত সূচি তৈরি করে প্রকাশিত করা হবে।
তবে বিকল্পও তৈরি রাখতে চলেছে বিসিসিআই। আইপিএলে খেলে দশটি দল। কিন্তু বিসিসিআই মোট ১৮টি ভেন্যুর প্রস্তাব রেখেছে। এই ১৮টি জায়গা হল, দিল্লি, লখনউ, ধরমশালা, নিউ চণ্ডীগড়, চেন্নাই, মুম্বই, কলকাতা, হায়দরাবাদ, আহমেদাবাদ, তিরুঅনন্তপুরম, নবি মুম্বই, বিশাখাপত্তনম, গুয়াহাটি, জয়পুর, বেঙ্গালুরু, পুণে, রাঁচি ও রায়পুর।
মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের আলোচনার পর বার্তা পাঠানো হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসকে। দুই দলেরই ঘরের মাঠ নিয়ে সমস্যা রয়েছে। তাদেরকে বলা হয়েছে, কোন স্টেডিয়ামে তারা খেলবে, সেটা দ্রুত জানাতে। গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। তারপর বিরাট কোহলিদের চিন্নাস্বামীতে খেলা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে রাজ্য ক্রিকেট বোর্ডের সঙ্গে সমস্যার জেরে জয়পুরে নাও খেলতে পারে রাজস্থান রয়্যালস। সেক্ষেত্রে তাদের সম্ভাব্য গন্তব্য নবি মুম্বই।
