shono
Advertisement
IPL Auction 2026

কেন নেওয়া হল 'অযোগ্য' ক্রিকেটারকে? মতবিরোধ নাইট ম্যানেজমেন্টের অন্দরেই

কোচ নায়ারের সুপারিশেই 'অযোগ্য' ক্রিকেটার নেওয়া হল? প্রশ্ন নাইটদের অন্দরেই।
Published By: Subhajit MandalPosted: 01:16 PM Dec 18, 2025Updated: 02:14 PM Dec 18, 2025

স্টাফ রিপোর্টার: এবারের মিনি নিলাম (IPL Auction 2026) থেকে যথেষ্ট শক্তিশালী দল গড়েছে কেকেআর। মঙ্গলবার আবু ধাবি নিলাম থেকে ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমানদের মতো বড় নামকে কিনেছে কেকেআর। শুধু তাই নয়, পরের দিকে জাতীয় দলের পেসার আকাশ দীপ, রাচীন রবীন্দ্রদের নিয়েছে। কিন্তু নিলাম- উত্তর সময়ে কেকেআরকে তার পরেও পুরোদস্তুর সুখী সংসার বলা যাচ্ছে না! কেন? হঠাৎ কী হল? কিছুই না, আদতে মতবিরোধ। মত-বিভাজন। যার নেপথ্যে, কেকেআরের নিলাম থেকে নেওয়া কয়েক জন ঘরোয়া ক্রিকেটার। বিশেষ করে মহারাষ্ট্র ক্রিকেটার প্রশান্ত সোলাঙ্কি।

Advertisement

মঙ্গলবার আবু ধাবি নিলাম থেকে কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন, দক্ষ কর্মাদের মতো দেশের ঘরোয়া ক্রিকেটারদের নিয়েছে কেকেআর। নিলাম টেবলে বসে এঁদের জন্য নাইট সিইও ভেঙ্কি মাইসোর, নতুন হেড কোচ অভিষেক নায়াররা 'বিড' করেছেন। কিন্তু টিম ম্যানেজমেন্টের একাংশ বলছে যে, যাঁদের নেওয়া হয়েছে, তাঁদের চেয়ে অনেক ভালো ক্রিকেটারের নাম জমা করা হয়েছিল। শোনা যাচ্ছে, তনুশ কোটিয়ান, স্যামস মুলানি, সাইরাজ পাটিল, যশ রাজ পুঞ্জাদের মতো ঘরোয়া ক্রিকেটারদের নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের সর্বৈবভাবে উপেক্ষা করা হয়। যা মোটেও পছন্দ হয়নি কেকেআর টিম
ম্যানেজমেন্টের একাংশের।

সবচেয়ে বেশি গণ্ডগোল বেঁধেছে প্রশান্ত সোলাঙ্কিকে নিয়ে। টিম ম্যানেজমেন্টের কেউ কেউ বুঝতে পারছেন না, রাতারাতি কোন সমীকরণে তিরিশ লক্ষ টাকার বিনিময়ে কেকেআরে ঢুকে পড়লেন এই অখ্যাত লেগস্পিনার? যাঁকে মুম্বইয়ে ক্রিকেট কেরিয়ার শুরু করার পরেও পাড়ি জমাতে হয় মহারাষ্ট্রে। জায়গা করতে না পেরে। এবং গত দু'বছরে মহারাষ্ট্র জার্সিতে আহামরি কিছু করতেও পারেননি প্রশান্ত। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও যে দারুণ কিছু করেছেন, লেখা যাবে না। বিগত গোটা পাঁচ ম্যাচে তাঁর বলার মতো পারফরম্যান্স কিছুটা উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশের বিরুদ্ধে। গোয়ার বিরুদ্ধে তিন ওভারে গোটা চল্লিশেক রান দিয়ে উইকেট পাননি। বিহারের বিরুদ্ধে দু'ওভার বোলিং করে দেন ১৮। আবারও উইকেট নেই। উত্তরপ্রদেশের বিরুদ্ধে শুধু ৩৩ রান দিয়ে দু'টো উইকেট নেন। আর মধ্যপ্রদেশের বিরুদ্ধে চার ওভার বোলিং করে ২৫ রানের বিনিময়ে পান এক উইকেট।

বলা হচ্ছে, তনুশ কোটিয়ান ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছিলেন। স্যামস মুলানির যথেষ্ট নামডাক রয়েছে। তাঁদের ভাবা হল না কেন? কেউ কেউ আবার জানতে আগ্রহী, কেকেআরে এখন থেকেই নায়ার-জমানা শুরু হয়ে গেল কি না? এঁদের উৎসাহী প্রশ্ন, সোলাঙ্কিদের সুপারিশ নাইট কোচ করেননি তো?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার আবু ধাবি নিলাম থেকে ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমানদের মতো বড় নামকে কিনেছে কেকেআর।
  • পরের দিকে জাতীয় দলের পেসার আকাশ দীপ, রাচীন রবীন্দ্রদের নিয়েছে। কিন্তু নিলাম- উত্তর সময়ে কেকেআরকে তার পরেও পুরোদস্তুর সুখী সংসার বলা যাচ্ছে না!
  • মঙ্গলবার আবু ধাবি নিলাম থেকে কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন, দক্ষ কর্মাদের মতো দেশের ঘরোয়া ক্রিকেটারদের নিয়েছে কেকেআর।
Advertisement