সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হওয়ার পর থেকেই হেডকোচ গৌতম গম্ভীরকে তুলোধোনা করছে ক্রিকেটমহল। এবার আইপিএল দলের মালিকও সাফ বলে দিলেন, লাল বলের ক্রিকেটের জন্য ভারতীয় দলের আলাদা কোচ দরকার। কারণ লাল বলের ক্রিকেটে ভারতের যা শক্তি রয়েছে, সেটা গম্ভীর জমানায় প্রকাশ পাচ্ছে না।
বক্তার নাম পার্থ জিন্দাল, দিল্লি ক্যাপিটালসের 'মালিক'। জেএসডব্লিউ গোষ্ঠীর অন্যতম অংশীদার। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'দুরমুশ বললেও কম বলা হয়। আমাদের টেস্ট দলকে ঘরের মাঠে এতখানি দুর্বল হতে দেখিনি। আসলে লাল বলের বিশেষজ্ঞ ক্রিকেটারদের দলে না রাখলে এটা তো হবেই। লাল বলের ক্রিকেটে আমরা যথেষ্ট শক্তিশালী। কিন্তু এই স্কোয়াডে সেই শক্তির ছিটেফোঁটা পর্যন্ত নেই। তাই ভারতের টেস্ট দলের জন্য আলাদা করে লাল বলের কোচ দরকার।'
উল্লেখ্য, এই দিল্লি ক্যাপিটালসের সঙ্গেই যোগ রয়েছ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দীর্ঘদিন ধরে জেএসডব্লিউ স্পোর্টসের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্বে রয়েছেন সৌরভ। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের অর্ধেক মালিকানা রয়েছে তাদের হাতে। আবার দিল্লি ক্যাপিটালসে রয়েছেন করুণ নায়ার। গত আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করে জাতীয় দলে কামব্যাক করেছিলেন। কিন্তু টেস্ট দলে আবারও ব্রাত্য় হয়ে পড়েছেন।
দিনকয়েক আগে ইঙ্গিতবাহী পোস্ট করে হইচই ফেলে দিয়েছিলেন করুণ। এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘কোনও বিশেষ পরিস্থিতিতে মনের মধ্যে একটা অনুভূতির জন্ম দেয়। আর সেখানে না থাকতে পেরে নীরব থাকাটা নিজেই কাঁটার মতো বিঁধতে থাকে।’ একটু তত্ত্বকথার মতো শোনালেও অনেকে মনে করেন, এটা বর্তমানে ভারতের দুরবস্থা নিয়ে। করুণের পর এবার সোজাসুজিই ভারতীয় দলের দুরবস্থা নিয়ে তোপ দাগলেন আইপিএল কর্তা। সেটা কি কিছুটা নিজের দলের ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে?
