shono
Advertisement
India Cricket Team

'এখন তো পাকিস্তানও ভারতকে হারিয়ে দেবে', রোহিতদের কাটা ঘায়ে নুনের ছিটে আক্রমের

আক্রমের বক্তব্যের সঙ্গে সায় দিয়েছেন মাইকেল ভনও।
Published By: Arpan DasPosted: 02:34 PM Nov 04, 2024Updated: 02:34 PM Nov 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেও ছবিটা সম্পূর্ণ আলাদা ছিল দুদেশে। বাংলাদেশকে চুনকাম করে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল একপ্রকার নিশ্চিত ছিল ভারতের। অন্যদিকে তার কিছুদিন আগে সেই বাংলাদেশের কাছেই টেস্ট সিরিজে হেরে অন্ধকারে ছিল পাকিস্তান। কিন্তু বর্তমানে ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছেন রোহিত শর্মারা। এই ভারতকে পাকিস্তানও হারিয়ে দিতে পারে, কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ওয়াসিম আক্রম।

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হারতে হয়েছে ভারতকে। স্পিন খেলার ব্যর্থতাও চোখে পড়েছে। আবার ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হেরেছিল পাকিস্তান। কিন্তু পরের দুটি টেস্টে জয় ছিনিয়ে এনেছে। যার নেপথ্যে ছিল সাজিদ খান-নোমান আলির স্পিন জুটি। এবার যদি দুদলের মধ্যে খেলা হয়, তাহলে পাল্লা ভারী কার দিকে?

সেই প্রশ্নের উত্তর দিয়েছেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম। তার আগে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনের বক্তব্য ছিল, তিনি ফের ভারত-পাকিস্তানের টেস্ট দেখতে চান। সেই কথার সূত্র ধরে আক্রম বলেন, "সেটা হলে বিরাট ব্যাপার হবে। দুটো ক্রিকেটপাগল দেশের মধ্যে ফের টেস্ট হলে, সেটা ক্রিকেটের জন্যও ভালো।"

তার পরই ভন দাবি করেন, "পাকিস্তান এখন স্পিন সহায়ক পিচে ভারতকে হারিয়ে দেবে।" সেই কথায় সায় দেন আক্রমও। তিনি বলেন, "স্পিনের উইকেটে পাকিস্তান এখন ভারতকে হারিয়ে দিতে পারে। সদ্য ঘরের মাঠেই ওরা নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে।" ফলে শুধু দেশের মধ্যেই নয়, বিদেশেও সমালোচিত হচ্ছেন রোহিত-বিরাটরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কিছুদিন আগেও ছবিটা সম্পূর্ণ আলাদা ছিল দুদেশে।
  • বাংলাদেশকে চুনকাম করে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল একপ্রকার নিশ্চিত ছিল ভারতের।
  • অন্যদিকে তার কিছুদিন আগে সেই বাংলাদেশের কাছেই টেস্ট সিরিজে হেরে অন্ধকারে ছিল পাকিস্তান।
Advertisement