আইপিএল যেন বিসিসিআইয়ের সোনার ডিম পাড়া হাঁস। কেন্দ্র অনলাইন ফ্যান্টাসি অ্যাপে নিষেধাজ্ঞা জারি করায় মূল স্পনসর DREAM 11-সহ একাধিক স্পনসর হারিয়েছে ভারতীয় বোর্ড। কিন্তু বিসিসিআইয়ের সেই ক্ষতি অনেকাংশে পুষিয়ে দিচ্ছে আইপিএল। ইতিমধ্যেই কোটি টাকার লিগের সঙ্গে একাধিক বড় সংস্থা চুক্তি করেছে। এবার আইপিএলের সঙ্গে বিরাট চুক্তি করল Google-এর AI প্ল্যাটফর্ম Gemini।
সূত্রের খবর, Google Gemini-এর সঙ্গে ৩ বছরের চুক্তি করছে আইপিএল। ২০২৬ সাল থেকে ওই চুক্তি শুরু হবে। শেষ হবে ২০২৮ সালে। এই ৩ বছরের জন্য আইপিএলকে Gemini-দেবে ২৭০ কোটি টাকা। আসলে Gemini-এর প্রতিদ্বন্দ্বী সংস্থা চ্যাটজিপিটি ইতিমধ্যেই আইপিএলের বাজারে ঢুকে পড়েছে। মহিলাদের আইপিএল অর্থাৎ WPL-এর সঙ্গে তারা ইতিমধ্যেই দু'বছরের চুক্তি করেছে। ওই চুক্তির মূল্য ১৬ কোটি টাকা। এবার সেটার চেয়ে অনেক বড় চুক্তি করে ফেলল Gemini।
কিন্তু প্রশ্ন হল, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থাগুলি হঠাৎ আইপিএলে এত আগ্রহী কেন? মনে করা হচ্ছে, আগামী দিনে ক্রিকেটে AI বিজ্ঞাপনের সংখ্যাটা অনেকটা বাড়তে পারে বলে মনে করছে দুই সংস্থাই। স্রেফ আইপিএলেই আগামী ২-৩ বছরে ৩০০-৪০০ কোটি টাকা এআই বিজ্ঞাপনে বিনিয়োগ করতে পারে বিভিন্ন সংস্থা। সে কারণেই বিভিন্ন AI সংস্থা আগেভাগে আইপিএলের বাজার ধরতে চাইছে।
উল্লেখ্য, অনলাইন গেমিং সংস্থার সঙ্গে চুক্তি ভাঙার পর অ্যাপোলো টায়ার্স ভারতীয় ক্রিকেট দলের জার্সির মূল স্পনসর। সেই জন্য ৫৭৯ কোটি দিচ্ছে ওই সংস্থা। এর বাইরে আরও কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে বোর্ডের। যার মধ্যে আছে ক্যাম্পা, এসবিআই লাইফ ও অ্যাটমবার্গ। এদের মাধ্যমে বোর্ডের আয় হয় যথাক্রমে ৪৮ কোটি, ৪৭ কোটি ও ৪১ কোটি। এছাড়া এশিয়ান পেইন্টসের সঙ্গে ৪৫ কোটি টাকার চুক্তি হয়েছে বোর্ডের। এবার আইপিএলে এল গুগল।
