সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম তিন ম্যাচে একেবারেই ছন্দে পাওয়া যায়নি শুভমান গিলকে। তাতে কি অসন্তুষ্ট টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর? গোল্ড কোস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে নামার আগে গিলের অনুশীলন থামিয়ে দিলেন গম্ভীর। সেই সময় ভারতের হেডকোচের মুখ বেশ থমথমেই মনে হচ্ছিল। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
এশিয়া কাপে টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটেছিল গিলের। তারপর থেকে ফর্মে নেই। ১০ ইনিংসে করেছেন মাত্র ১৮৪ রান। গড় ২৩। স্ট্রাইক রেট ১৪৬। সর্বোচ্চ রান ৪৭। অর্থাৎ শেষ ১০ ইনিংসে কোনও হাফসেঞ্চুরি নেই। কেবল টি-টোয়েন্টি নয়, ওয়ানডে'তেও তাঁর অবস্থা তথৈবচ। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ম্যাচে মাত্র ৪৩ রান করেছেন।
এই মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজের ফলাফল ১-১। পিছিয়ে পড়ে হোবার্টে অসাধারণ প্রত্যাবর্তন করেছেন সূর্যকুমাররা। আত্মবিশ্বাসে ভরপুর হয়েই গোল্ড কোস্টে প্রথমবার নামতে চলেছে ভারত। তার আগে ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, গিলের অনুশীলন থামিয়ে সকলের মাঝখান দিয়ে আলাদা করে বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। সেই সময় বাকি দল অনুশীলনে ব্যস্ত ছিল।
তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। সূত্রের খবর, ব্যাটিংয়ের সমস্যা নিয়ে গিলের সঙ্গে কথা হয়েছে গম্ভীরের। তাঁকে পরামর্শও দিয়েছেন বলে খবর। অজি ভূমে ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে গিলের রান যথাক্রমে ১০, ৯, ২৪, ৩৭*, ৫, ১৫। ক্যানবেরা ছাড়া আপাতত তিনি 'ফ্লপ'। সব মিলিয়ে ৩১ টি-টোয়েন্টি ম্যাচে ৭৬২ রান করেছেন গিল। গড় ২৮.২২। স্ট্রাইক রেট ১৪০.৮৫। এর মধ্যে তিনটি হাফসেঞ্চুরি, একটি সেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ১২৬। ভারতীয় দলের আশা, গোল্ড কোস্টে ফর্মে ফিরবেন গিল।
