সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন রোজা না রাখায় মহম্মদ শামিকে আক্রমণ করেছিল অল ইন্ডিয়া মুসলিম জামাত। এবার তাদের প্রশ্নের মুখে শামির মেয়ে। সম্প্রতি দোলের আনন্দে মেতে উঠেছিল মহম্মদ শামির মেয়ে। আর সেই জন্য ভারতীয় পেসারকে 'শরিয়তি' আইন শেখাচ্ছেন ওই সংগঠনের প্রেসিডেন্ট। এমনকী মুসলিম হয়ে রং খেলার ঘটনাকে 'অনৈতিক' ও 'শরিয়ত বিরোধী' বলে তোপ ওই মৌলবির।
রংয়ের উৎসবে মেতেছিল শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। সেই সঙ্গে তাঁদের মেয়ের ছবিও পোস্ট করেন তিনি। বিভিন্ন রংয়ে সেজে উঠেছিল তাঁদের মেয়েও। আর সেই ঘটনায় বিরাট খাপ্পা ওই মৌলবি। তাঁর বক্তব্য, "আমি শামি আর তাঁর পরিবারের কাছে আবেদন করছি, যা শরিয়ত বিরোধী, তা যেন তাঁদের সন্তানরা পালন না করে। হোলি হিন্দুদের জন্য বড় উৎসব। কিন্তু মুসলিমদের এর থেকে দূরে থাকা উচিত। যদি কেউ শরিয়ত জেনেও হোলিতে মেতে ওঠে, তাহলে সেটা অপরাধ।"
তবে তিনি মূলত শামিকেই 'পরামর্শ' দিচ্ছেন। শামির মেয়েকে নিয়ে অল ইন্ডিয়া মুসলিম জামাত প্রেসিডেন্ট রাজভির বক্তব্য, "ও তো বাচ্চা মেয়ে। যদি ও কিছু না বুঝে হোলি খেলে সেটা অপরাধ নয়। কিন্তু ও যদি সব জেনেবুঝেও হোলি খেলে, তাহলে সেটা শরিয়ত বিরোধী হিসেবেই ধরা হবে।" যদিও শামির মেয়ে এখন তাঁর সঙ্গে থাকে না। বরং হাসিন জাহানের সঙ্গেই থাকে সে। শামির স্ত্রীও রং খেলার ছবি পোস্ট করেছেন।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন রোজা না রাখায় মহম্মদ শামিকে ‘ক্রিমিনাল’ বলে আক্রমণ করেছিল ওই সংগঠন। ওই মৌলবির দাবি ছিল, রোজা না রেখে ভয়ংকর অপরাধ করেছেন তারকা পেসার। শরিয়তের চোখে তিনি একজন ক্রিমিনাল। কেবল অপরাধ করা নয়, গোটা দুনিয়াকে শামি ভুল বার্তা দিয়েছেন বলেও মত ওই মৌলবির।