shono
Advertisement
Jasprit Bumrah

ইংল্যান্ড সফরে সব ম্যাচ খেলবেন না! দায়িত্ব থেকেও সরানো হতে পারে বুমরাহকে

অধিনায়ক হিসেবে দেখা যাবে কাকে?
Published By: Prasenjit DuttaPosted: 12:42 PM May 05, 2025Updated: 12:42 PM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের পর টিম ইন্ডিয়া যাবে ইংল্যান্ড সফরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের শুরুও হবে এই সিরিজ থেকে। তবে, তার আগে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে সহ-অধিনায়ক রাখা হচ্ছে না জশপ্রীত বুমরাহকে। এমনকী তিনি নাকি ইংল্যান্ড সফরের সব ম্যাচ খেলবেন না।

Advertisement

অস্ট্রেলিয়া সফরে ভারতের সহ-অধিনায়ক ছিলেন বুমরাহ। সেই সিরিজে দু'টি ম্যাচে ভারতকে নেতৃত্বও দিয়েছিলেন ভারতের ফাস্ট বোলিং ফিগারহেড। সেই বুমরাহকে পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড।

বিসিসিআইয়ের এক আধিকারিক সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, "আমরা এমন একজন ক্রিকেটার চাই, যে পাঁচটি টেস্টই খেলতে পারবে। এমনই কাউকে সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে। বুমরাহ পাঁচটা টেস্ট খেলবে না। ওকে না সরালে বারবার সহ-অধিনায়ক বদলাতে হবে। তেমনটা চাইছি না। অধিনায়ক এবং সহ-অধিনায়ক সিরিজের সমস্ত টেস্ট খেললে দলেরই সুবিধা।"

মনে করা হচ্ছে, নির্বাচকরা সহ-অধিনায়ক হিসেবে এমন একজনকে চাইছেন, যাঁকে ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তোলা যায়। এমন পরিস্থিতিতে দু'জনের নাম উঠে আসছে। শুভমন গিল এবং ঋষভ পন্থ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিলের সহ-অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে। আইপিএলেও অসাধারণ ফর্মে রয়েছেন। তাই তাঁর দিকেই পাল্লা ভারী বলে মনে করছে ক্রিকেট মহল। অন্যদিকে, একেবারেই ছন্দে নেই পন্থ। ইংল্যান্ড সফরে আদৌ জায়গা পাবেন কিনা, সে ব্যাপারে নিশ্চয়তা নেই। তাছাড়া যশস্বী জয়সওয়ালের নাম আলোচনায় থাকলেও, তাঁর বয়স অনেকটাই কম। তবে, ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে দেখা যাবে রোহিত শর্মাকেই। কিন্তু, বিসিসিআই আধিকারিকের কথায় কিছুটা চিন্তায় থাকবেন তিনি। কারণ, বুমরাহ সব ম্যাচে না খেললে ভারতের বোলিং বিভাগ অনেকটাই দুর্বল হয়ে পড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলের পর টিম ইন্ডিয়া যাবে ইংল্যান্ড সফরে।
  • তবে, তার আগে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
  • জানা গিয়েছে, পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে সহ-অধিনায়ক রাখা হচ্ছে না জশপ্রীত বুমরাহকে।
Advertisement