shono
Advertisement
Jemimah Rodrigues

‘রহেগা সবসে উপর হামারা তেরঙ্গা’, বিশ্বজয়ের পর নতুন ‘টিম সং’-এ সেলিব্রেশন জেমাইমাদের

চার বছর ধরে এই গান নিজেদের মধ্যেই রেখে দিয়েছিলেন সেই গান।
Published By: Prasenjit DuttaPosted: 02:47 PM Nov 03, 2025Updated: 02:47 PM Nov 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'টিম ইন্ডিয়া, টিম ইন্ডিয়া, কর দে সবকি হাওয়া টাইট...'। রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বজয়ের অধরা স্বপ্নপূরণ হয়েছে ভারতীয় মহিলা দলের। এরপর কথা রাখলেন জেমাইমা রডরিগেজ। ইতিহাস গড়ার রাতে তাঁর গলায় শোনা গেল 'টিম সং'।

Advertisement

চারটে বছর ধরে এই গান নিজেদের মধ্যেই রেখে দিয়েছিলেন সেই গান। জেমাইমা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কখনও বিশ্বকাপ জিততে পারলে সেই গান তিনি প্রকাশ্যে আনবেন। রবিবার দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে অধরা স্বপ্নপূরণ করেছে ভারত। পূর্ব প্রতিশ্রুতি মতো এবার প্রকাশ্যেও এসেছে সেই গান।

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর জেমাইমাকে জিজ্ঞেস করা হয়েছিল, কীভাবে সেলিব্রেট করবেন? উত্তরে তিনি জানান, টিম সং গেয়ে। বিশ্বকাপ জয়ের পর সেই গানের এক ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। সেখানে দেখা যাচ্ছে পিচের মাঝে জড়ো হয়েছে গোটা দল। ছিলেন হেডকোচ অমল মজুমদার-সহ সাপোর্ট স্টাফরাও। এরপরেই জেমাইমা গেয়ে ওঠেন দলীয় গান।

তার আগে জেমাইমা বলেন, "এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। চার বছর আগে ঠিক করেছিলাম, আমরা বিশ্বকাপ জিতলেই আমাদের টিম সং সবাইকে শোনাব। আজ সেই বিশেষ দিন। সকলে তৈরি?" প্রত্যেকে আনন্দ সহকারে সম্মতি জানান। এরপরেই গান ধরেন জেমাইমা। 

গানের কথাগুলি এরকম - "টিম ইন্ডিয়া, টিম ইন্ডিয়া,/ কর দে সবকি হাওয়া টাইট/ ইন্ডিয়া ইজ হিয়ার টু ফাইট।/ কোই না লেগা হামকো লাইট।/ আওয়ার ফিউচার ইজ ব্রাইট।/ সাথ মে চলেঙ্গে, সাথ মে উঠেঙ্গে।/ হাম হ্যায় টিম ইন্ডিয়া, হাম সাথ মে জিতেঙ্গে।/ না লেনা কোই পাঙ্গা, কর দেঙ্গে হাম নাঙ্গা।/ রহেগা সবসে উপর, হামারা তেরঙ্গা।/ হাম হ্যায় টিম ইন্ডিয়া, হাম হ্যায় টিম ইন্ডিয়া, হাম হ্যায় টিম ইন্ডিয়া।" গানের মাধ্যমে দলের ঐক্যের কথা বলেছেন জেমাইমা। একসঙ্গে জিতলে জাতীয় পতাকা সবার উপরে থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বজয়ের অধরা স্বপ্নপূরণ হয়েছে ভারতীয় মহিলা দলের।
  • এরপর কথা রাখলেন জেমাইমা রডরিগেজ।
  • ইতিহাস গড়ার রাতে তাঁর গলায় শোনা গেল 'টিম সং'।
Advertisement