shono
Advertisement
Jhulan Goswami

প্রয়াত ঝুলন গোস্বামীর কোচ স্বপন সাধু, গুরুকে হারিয়ে শোকে কাতর 'চাকদহ এক্সপ্রেস'

সোশাল মিডিয়ায় গুরুর প্রয়াণ সংবাদ জানিয়েছেন ঝুলন।
Published By: Arpan DasPosted: 12:54 PM Jan 07, 2025Updated: 01:07 PM Jan 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই গুরুকে হারালেন ঝুলন গোস্বামী। বিবেকানন্দ পার্কে স্বপন সাধুর হাত ধরেই যাত্রা শুরু ভারতের প্রাক্তন অধিনায়কের। তাঁর শিক্ষাতেই ভারতীয় ক্রিকেট পেয়েছে ঝুলনের মতো কিংবদন্তি ক্রিকেটারকে। অবশেষে যাত্রা ফুরোল তাঁর। প্রয়াত হলেন ঝুলন গোস্বামীর কোচ স্বপন সাধু।

Advertisement

সোশাল মিডিয়ায় নিজেই শোকসংবাদ জানালেন ঝুলন। এক সময় নদিয়ার চাকদহ থেকে ট্রেনে নিত্য যাতায়াত করতে হত। তারপর বিবেকানন্দ পার্কে অক্লান্ত পরিশ্রম। তাঁর এই যাত্রার নেপথ্যে ছিলেন বিবেকানন্দ পার্কের কোচ স্বপন সাধু। স্বাভাবিকভাবেই কোচকে হারিয়ে শোকস্তব্ধ ঝুলন। শোকের ছায়া ময়দানেও।

সোশাল মিডিয়ায় ঝুলন লিখেছেন, 'আজ আমি শুধু একজন কোচকে হারালাম না। একজন মেন্টর ও পথ প্রদর্শককেও হারালাম। স্বপন সাধু স্যর, আমার কেরিয়ার তৈরি করেছেন, আমাকে মানুষ হিসেবে তৈরি করেছেন। আপনার শিক্ষা চিরকাল আমার হৃদয়ে থেকে যাবে। শান্তিতে থাকুন। যা কিছু দান করেছেন, তার জন্য ধন্যবাদ। আপনাকে চিরকাল মনে রাখব। ওম শান্তি।'

দেশের হয়ে পনেরো বছর ক্রিকেট খেলেছেন ঝুলন। মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। দীর্ঘদিন দেশের অধিনায়কও ছিলেন। জানুয়ারিতেই ইডেনে ঝুলনের নামে স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। মুক্তির অপেক্ষায় ঝুলনের বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস'। কিন্তু তা দেখে যাওয়া হল না ঝুলনের কোচ স্বপন সাধুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছরের শুরুতেই গুরুকে হারালেন ঝুলন গোস্বামী। বিবেকানন্দ পার্কে স্বপন সাধুর হাত ধরেই যাত্রা শুরু ভারতের প্রাক্তন অধিনায়কের।
  • স্বপন সাধুর শিক্ষায় ভারতীয় ক্রিকেট পেয়েছে এক কিংবদন্তি ক্রিকেটারকে।
  • অবশেষে যাত্রা ফুরোল তাঁর। প্রয়াত হলেন ঝুলন গোস্বামীর কোচ স্বপন সাধু।
Advertisement