সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্টে ভরাডুবি হয়েছে টিম ইন্ডিয়ার। সেই ক্ষত শুকোতে না শুকোতেই দক্ষিণ আফিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামতে চলেছেন কেএল রাহুলরা। তার আগে বিস্ফোরক কপিল দেব। তাঁর মতে, টেস্টের ক্ষতি করছে অতিরিক্ত সাদা বলের ক্রিকেট।
এক ভারতীয় সংবাদমাধ্যমকে বিশ্বজয়ী অধিনায়ক বলেন, "আগে কি কখনও ভারতীয় ব্যাটারদের এতটা ব্যর্থ হতে দেখেছেন? না, দেখেননি। ওদের টেস্ট খেলার একটা নিজস্ব ধরন ছিল। ফুটওয়ার্কও দারুণ ছিল। কারণ ওরা বিভিন্ন ধরনের পিচে মন দিয়ে ঘরোয়া ক্রিকেট খেলত। এখনকার ক'জন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খেলে?
তাঁর সংযোজন, "লাল বলের ক্রিকেটে সফল হতে গেলে সবার আগে ঘরোয়া ক্রিকেট খেলা দরকার। এই ফরম্যাটে তো নানান ধরনের বোলারদের মুখোমুখি হতে হয়। ওদের যদি সামলাতে না পারো, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য আসবে কী করে? ব্যাটাররা তো এখন বোলিং পিচে খেলেই না। ওয়ানডে এবং টি-টোয়েন্টি নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ছে যে, ওরা বেশিক্ষণ ক্রিজে পড়ে থাকতে পারে না। ভালো স্পিনার বা পেসারকে সামলাতে গেলে উইকেট কামড়ে পড়ে থাকতে হয়। এখনকার ব্যাটারদের মধ্যে ধৈর্যের বড়ই অভাব।"
ইডেন টেস্টে মাত্র আড়াই দিনে টেস্ট জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৯৩ রানেই গুটিয়ে গিয়েছে ভারত। কলকাতার পিচ নিয়ে আলোচনা এখনও থামছে না। কপিলের কথায়, "ক্রিকেটে পিচ সব সময় গুরুত্বপূর্ণ। যেখানে দু'দিনে খেলা শেষ হয়ে যায়, সেই ধরনের পিচে খেলার কোনও অর্থ নেই। যে পিচে দু'শো রান ওঠে না, সেই পিচে ম্যাচ করার কী মানে? এখানে তো টস হারা মানেই ম্যাচ হেরে যাচ্ছে। এমন পিচে খেলা অর্থহীন।"
