সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র একটা সিরিজে সুযোগ দিয়ে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। তারপরও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে চলেছেন করুণ নায়ার (Karun Nair)। কিন্তু তাঁর বদলে যাঁদের ভারতীয় দলে নেওয়া হয়েছে, তাঁদের অবস্থাও শোচনীয়। পেস বা স্পিন, কিছুই সামলাতে পারছেন না সাই সুদর্শনরা। টেস্ট সিরিজে চুনকামের লজ্জাও ধাওয়া করছে। এর মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করুণের। সেটা কি নির্বাচকদের উদ্দেশ্য করে?
সোশাল মিডিয়ায় করুণ লিখেছেন, 'কোনও বিশেষ পরিস্থিতিতে মনের মধ্যে একটা অনুভূতির জন্ম দেয়। আর সেখানে না থাকতে পেরে নীরব থাকাটা নিজেই কাঁটার মতো বিঁধতে থাকে।' একটু তত্ত্বকথার মতো শোনালেও অনেকে মনে করছেন, এটা বর্তমানে ভারতের দুরবস্থা নিয়ে। হয়তো তিনি মনে করছেন, ইডেন বা গুয়াহাটির পিচে ভালো খেলতে পারতেন। দেশের মাটিতেই তাঁর ট্রিপল সেঞ্চুরি আছে। ইংল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক করলেও ফের ৩৩ বছর বয়সি ব্যাটারকে বসিয়ে দেওয়া হয়।
টেস্ট দল থেকে বাদ পড়ার পর রনজি ট্রফিতে খেলার সময় নায়ার দুর্দান্ত ফর্মে ছিলেন। কর্নাটকের হয়ে তিনি ৫টি ম্যাচে ১০০-এর বেশি গড়ে ৬০০-এরও বেশি রান করেছেন। তবুও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয় টেস্ট দলে তাঁকে নির্বাচনের জন্য বিবেচনা করা হয়নি। এমনকী গিল আহত হওয়ার পরও তাঁর কথা ভাবা হয়নি। বদলে সাই সুদর্শন ও ধ্রুব জুরেলকে খেলানো হচ্ছে। ইডেনে দুই ইনিংস মিলিয়ে জুরেলের সংগ্রহ ১৭, গুয়াহাটিতে শূন্য। আর নীতীশের ঝুলিতে ১০। অনেকে মনে করছেন, করুণ খেললে হয়তো ভারতীয় দল এই অবস্থায় পড়ত না।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে বাদ পড়ার পর করুণ বলেছিলেন, “আশা করেছিলাম সুযোগ পাব। এ ব্যাপারে কী বলব জানি না। ভাষা নেই! এটা নিয়ে বেশি কিছু বলতেও চাই না। কারণ এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলা আমার পক্ষে কঠিন।” এবার ফের ইঙ্গিতবাহী পোস্ট তাঁর।
