shono
Advertisement
IPL 2025

অনুশীলনে ফর্মে নেই, তবু 'খুশি' কেকেআর অধিনায়ক রাহানে!

নয়া চ্যালেঞ্জের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন রাহানে?
Published By: Prasenjit DuttaPosted: 04:09 PM Mar 18, 2025Updated: 04:43 PM Mar 18, 2025

স্টাফ রিপোর্টার: আইপিএলের (IPL 2025) ঢাকে কাঠি পড়তে আর দিন পাঁচেক বাকি। আগামী শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কেকেআর। যদিও তার আগে দুর্ভাবনায় রাখছে নাইট অধিনায়ক রাহানের ফর্ম।

Advertisement

এটা সর্বপ্রথম লিখে রাখা যাক, প্রস্তুতি ম্যাচের ফর্ম কখনওই মূল যুদ্ধের সূচক হতে পারে না। কিন্তু প্রস্তুতি ম্যাচ টিমের হালচাল কেমন, তার একটা মোটামুটি আন্দাজ দিয়ে যায়। কেকেআর দু’টো প্র্যাকটিস ম্যাচ খেলে ফেলল। যদিও সোমবারের ম্যাচটাকে পুরোদস্তুর ম্যাচ বলা চলে না কারণ, বৃষ্টির প্রকোপে সোমবারের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়ার্ধ হয়নি। তবু বেশ কয়েক জন ব্যাটারকে ব্যাট করতে দেখা গিয়েছে। জনা কয়েক বোলারকে পুরোদমে বোলিং করতে দেখা গিয়েছে। একমাত্র সুনীল নারিন বাদে। তিনি দু’টো ম্যাচের একটাতেও খেললেন না। যাক গে। এটুকু লেখা যায়, প্রাক আইপিএল পর্বে অসামান্য ফর্মে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল। প্রধান বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকা পেসার আনরিখ নখিয়াকে অবিন্যস্ত দেখালেও, এ দিন পুরনো ছন্দে দেখিয়েছে অনেকটা। চার ওভারে ৪০ রান দিলেও দু’টো উইকেট নিয়েছেন তিনি। আর রাসেল-ভেঙ্কটেশ? রাসেল ১৯ বলে করে গেলেন ৪৫। ভেঙ্কটেশ করলেন ২১ বলে ৪৬।

নাইট শিবির এমনিতে ঝরঝরে রয়েছে। গতকাল শহরে ঢুকে পড়লেন টিমের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দুই তারকা বোলার বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। অস্ট্রেলীয় পেসার স্পেনসর জনসন ইতিমধ্যেই ঢুকে পড়েছেন। সব ঠিক আছে। কিন্তু চিন্তায় ফেলছেন যে অধিনায়ক। আগের প্রস্তুতি ম্যাচে রাহানে করেছিলেন ১১ বলে ১৩। তিন নম্বরে নেমে। সোমবার ওপেনিংয়ে গেলেন। এবং ৯ বলে ১১ রান করে মইন আলির বলে ক্যাচ তুলে আউট!

তবে সে সব নিয়ে বিশেষ চিন্তিত নন অজিঙ্ক রাহানে। সম্প্রচারকারী চ্যানেলকে পডকাস্টে তিনি জানিয়েছেন, ক্যাপ্টেনসির গুরুদায়িত্ব পেয়ে খুশি। কেকেআর ম্যানেজমেন্টেকে তিনি এই কারণে ধন্যবাদও জানিয়েছেন। ছ'বছর পর আইপিএলের অধিনায়কত্ব ফিরে পেয়ে তিনি বলেন, "এমন একটা ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হওয়া আমার কাছে সম্মানের। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ। তবে এই দায়িত্ব খুবই কঠিন। গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সমস্ত কিছু ঠিকভাবে সামলাতে চাই।"

তাছাড়াও হেডকোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথাও বলেছেন। মুম্বইয়ের হয়ে তাঁরা যে একসঙ্গে কাজ করেছেন, তা উল্লেখ করেছেন রাহানে। চন্দ্রকান্ত পণ্ডিতের শৃঙ্খলাপরায়ণতার কথা নজরে এনে তিনি বলেন, ''দল কীভাবে পরিচালনা করতে হবে সেটা ভালোই জানেন চন্দ্রকান্ত স্যর। খেলোয়াড়দের থেকে সেরাটা বার করে আনতে জানেন তিনি।'' উল্লেখ্য, এই মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছিলেন অজিঙ্ক রাহানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কেকেআর।
  • সোমবার ওপেনিংয়ে ৯ বলে ১১ রানে আউট হয়ে যান রাহানে!
  • আগের প্রস্তুতি ম্যাচে রাহানে করেছিলেন ১১ বলে ১৩।
Advertisement