shono
Advertisement
KKR

শুধু কেকেআর ক্রিকেটারদের টার্গেট করে আরসিবি! 'ঘরের ছেলে'কে হারিয়ে অভিযোগ নাইট কোচের

গত মরশুম থেকেই কেকেআর ক্রিকেটারদের পিছনে ছুটছে আরসিবি।
Published By: Subhajit MandalPosted: 01:57 PM Dec 21, 2025Updated: 05:53 PM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরসিবি শুধুই কেকেআরের (KKR) প্রাক্তন ক্রিকেটারদের পিছনে ছোটে। নিলাম পর্ব মিটতেই বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অনুযোগ কেকেআর কোচ অভিষেক নায়ারের। আসলে এ মরশুমেও ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআরের হাত থেকে ছিনিয়ে নিয়েছে আরসিবি। তাতেই ক্ষুব্ধ নাইট কোচ।

Advertisement

২০২৪ সালে কেকেআরের আইপিএল জয়ে বড়সড় ভূমিকা ছিল তাঁর। শুধু তাই নয়, কেকেআর লিডারশিপ গ্রুপের অংশও ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। আশা ছিল ২০২৫ সালেও সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করবেন। সে কারণে পৌনে ২৪ কোটি টাকায় নিলাম থেকে তাঁকে কেনে নাইটরা। কিন্তু সেই আশার সিকিভাগও পূরণ করতে পারেননি ভেঙ্কি। ফলে এই মরশুমের নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় কেকেআর। আশা ছিল সস্তায় প্রাক্তন সহ-অধিনায়ককে ফিরিয়ে নেওয়া যাবে। ভেঙ্কিকে নিয়ে পরিকল্পনা ফাঁস করে অভিষেক নায়ার বলছেন, "ভেঙ্কটেশ আইয়ার আমাদের ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার। একেবারে শুরু থেকেই। আমরা ভেবেছিলাম অন্য দলগুলি হয়তো অন্যান্য ক্রিকেটারদের জন্য টাকা বাঁচাচ্ছে। আমরা ভেঙ্কিকে কম দামে কিনে নিতে পারব। ও আমাদের দলে ভালো ফিট করে। ও অভিজ্ঞ। খুব ভালো মানিয়ে নিতে পারে।"

কিন্তু কেকেআরের আশায় জল ঢেলে দেয় আরসিবি। নিলামে তারা ৭ কোটি টাকায় কিনে নেয় আইয়ারকে। কেকেআর বিড করেছিল ৬.৮ কোটি টাকা পর্যন্ত। গত মরশুমেও ভেঙ্কটেশের পিছনে ঝাঁপিয়েছিল আরসিবি। সেকারণেই তাঁর দর উঠে যায় ২৪ কোটি পর্যন্ত। আবার কেকেআরের দুই তারকা ফিল সল্ট, সুয়াশ শর্মাকে নেয় আরসিবি। অভিষেক নায়ারের অনুযোগ, "ভেঙ্কটেশকে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু আরসিবি সবসময় আমাদের ক্রিকেটারদের পিছনে পড়ে থাকে। আমার ওর প্রতি শুভেচ্ছা থাকল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরসিবি শুধুই কেকেআরের প্রাক্তন ক্রিকেটারদের পিছনে ছোটে।
  • নিলাম পর্ব মিটতেই বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অনুযোগ কেকেআর কোচ অভিষেক নায়ারের।
  • এ মরশুমেও ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআরের হাত থেকে ছিনিয়ে নিয়েছে আরসিবি।
Advertisement