সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের কারণে নেই শুভমান গিল। তাঁর জায়গায় টিম ইন্ডিয়ার নেতৃত্ব কেএল রাহুল। কিন্তু অধিনায়ক বদল হলেও টস ভাগ্য ফিরল না ভারতের। রাঁচিতে টসে হেরে গেলেন রাহুলও। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। রাঁচিতে টেম্বা বাভুমাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
২৯১ দিন পর দেশের মাটিতে প্রত্যাবর্তন রোহিত শর্মা, বিরাট কোহলির। উপস্থিতি দলে নতুন প্রাণশক্তির সঞ্চার করেছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাঁদের ফেরার ম্যাচে টস হেরে রাহুল বললেন, "টস জিতলে আমরাও প্রথমে বোলিং করতাম। প্রস্তুতি ভালো হয়েছে। অনেকে দলে ফিরে আসায় আমাদের দলের শক্তি বেড়েছে। খেলাটাকে উপভোগ করতে চাই। তবে প্রতিটা সুযোগ কাজে লাগাতে হবে। দক্ষিণ আফ্রিকা খুবই ভালো দল। তবে আমরাও চ্যালেঞ্জ জানাতে তৈরি। আজ আমাদের দলে তিনজন স্পিনার এবং তিনজন পেসার।"
শুভমান না থাকায় এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেন নেমেছেন যশস্বী জয়সওয়াল। প্রায় ১০ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন হল তাঁর। অন্যদিকে, প্রায় দু’বছর পর ফের জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে রুতুরাজ গায়কোয়াড়কে। ২৮ বছর বয়সি এই খেলোয়াড় শেষবার ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে খেলেছিলেন। প্রথম ওয়ানডে'তে সুযোগ পেলেন না ঋষভ পন্থ। ওয়ানডে’তে ভারতীয় টিম তিন স্পিনারের ফর্মুলাতেই যে যাবে, সেটা আন্দাজ করা গিয়েছিল। রবীন্দ্র জাদেজা দলে ফিরেছেন। সঙ্গে ওয়াশিংটন সুন্দর আর কুলদীপ যাদব।
রাহুলরা খুব ভালোভাবে জানেন টেস্ট সিরিজের ‘হ্যাংওভার’ কাটিয়ে উঠতে না পারলে চাপ আরও বাড়বে। কলকাতা-গুয়াহাটি যা পারেনি, পূর্ব ভারতের আর এক শহর রাঁচি কি পারবে টিম ইন্ডিয়াকে জয়ের সরণিতে ফেরাতে? দেখা যাক, মহেন্দ্র সিং ধোনির শহরে হারের কৃষ্ণচ্ছায়া কাটিয়ে নতুন সূর্যোদয়ের মুখ ভারতীয় ক্রিকেট ফের দেখে কি না।
ভারতীয় দল: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়, ওয়াশিংটন সুন্দর, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ।
দক্ষিণ আফ্রিকা দল: রায়ান রিকেলটন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, ডিওয়াল্ড ব্রেভিস, মার্কো জানসেন, করবিন বশ, প্রেনেলান সুব্রায়েন, নান্দ্রে বার্গার, ওটনিল বার্টম্যান।
