shono
Advertisement
Harshit Rana

সমালোচনা সত্ত্বেও কেন জায়গা পান হর্ষিত? গম্ভীরের 'পছন্দের' বোলারকে নিয়ে মুখ খুললেন রাহুল

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ ওভারে তাঁর পরিসংখ্যান ৬৫ রান দিয়ে ৩ উইকেট।
Published By: Arpan DasPosted: 03:35 PM Dec 01, 2025Updated: 06:22 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এমনকী হর্ষিত রানাকে (Harshit Rana) দলে নেওয়া নিয়েও আপত্তি রয়েছে অনেকের। নিন্দুকরা বলেন, গম্ভীরের 'পছন্দের' বলেই রানা দলে জায়গা পান। সত্যিই কি তাই? হর্ষিত রানাকে নিয়ে কী ভাবে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম? সেই নিয়ে মুখ খুললেন ওয়ানডে দলের অধিনায়ক কেএল রাহুল।

Advertisement

শুভমান গিলের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে ভারতকে নেতৃত্ব দেন রাহুল। বিরাট কোহলির বিধ্বংসী সেঞ্চুরি সত্ত্বেও বেশ কষ্ট করেই জিতল গৌতম গম্ভীরের দল। তবে ভারতের বোলিংয়ে নজর কাড়লেন ‘সমালোচিত’ হর্ষিত রানা। প্রোটিয়া ব্যাটারদের নাস্তানাবুদ করে ছাড়লেন। রানের চাপ তো ছিলই। কিন্তু হর্ষিত যেভাবে বলের সিম ব্যবহার করে পরপর উইকেট পেলেন, তা গৌতম গম্ভীরের মুখেও হাসি ফোটাবে। পরে আরও একটি উইকেট নেন। শেষ পর্যন্ত ১০ ওভারে তাঁর পরিসংখ্যান দাঁড়ায় ৬৫ রান দিয়ে ৩ উইকেট।

ম্যাচের পর রাহুল বলে যান, "হর্ষিত সত্যিই ভালো খেলছে। আমরা সবাই জানি যে, ওর মধ্যে সম্ভাবনা আছে। হর্ষিত ড্রেসিংরুমে আসার মুহূর্ত থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যে ও স্পেশাল। টিম ইন্ডিয়া যেন ওকেই খুঁজছিল। উচ্চতা আছে, দ্রুত বল করতে পারে, বলে বাউন্স করাতে পারে। শেষের দিকে কিছুটা রান দিতে পারে।"

রাহুলের সংযোজন, "ওর এখনও অনেক কিছু শেখা বাকি। অনেক উন্নতি করতে হবে। কিন্তু আমরা ওর মধ্যে দারুণ সম্ভাবনা দেখতে পাচ্ছি। হর্ষিত যা খেলছে, তা যথেষ্ট চমকপ্রদ। অস্ট্রেলিয়াতেও ও দুর্দান্ত বোলিং করেছে এবং এখানে নতুন বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট তুলেছে। আমরা হর্ষিতের কাছ থেকে ঠিক এটাই আশা করি। ও সেটা করতে পারছে দেখে ভালো লাগছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এমনকী হর্ষিত রানাকে দলে নেওয়া নিয়েও আপত্তি রয়েছে অনেকের।
  • নিন্দুকরা বলেন, গম্ভীরের 'পছন্দের' বলেই রানা দলে জায়গা পান।
  • সেই নিয়ে মুখ খুললেন ওয়ানডে দলের অধিনায়ক কেএল রাহুল।
Advertisement