সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হওয়ার পর প্রথম জন্মদিন। আর সেই বিশেষ দিনে স্বামীর মিষ্টি বার্তা পেলেন আথিয়া শেট্টি। ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে আবেগী ছবি পোস্ট করে কে এল রাহুল লেখেন, 'যত বছর যাচ্ছে ততই তোমার প্রতি আমার ভালোবাসা বাড়ছে।' তবে স্ত্রীকে মিষ্টি করে কটাক্ষ করতেও ভোলেননি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার।
চলতি বছর মার্চ মাসে জন্ম নিয়েছে রাহুল-আথিয়ার কন্যা ইভারা। তারপর বুধবার প্রথম জন্মদিন পালন করছেন আথিয়া। বিশেষ দিনে স্ত্রীর তিনটি ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে রাহুল লেখেন, 'তুমিই আমার বেস্ট ফ্রেন্ড, বউ, প্রেমিকা। আমার দুশিচন্তা কমানোর রাস্তা তুমি। আমার মুখে হাসি ফোটানোর সেরা মানুষও তুমি। একটা করে বছর যাচ্ছে, আমি আরও বেশি করে তোমাকে ভালোবাসছি।' এই পোস্টের কমেন্ট সেকশনে আথিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।
উল্লেখ্য, চলতি বছরেই বলিউডকে বিদায় জানান সুনীলকন্যা। ২০১৫ সালে সলমন খানের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন আথিয়া। তাঁর কাজের ঝুলিতে রয়েছে মোটে চারটি ছবি। সেগুলিও যে আথিয়ার সফল ছবি, তা বলা যায় না। তবে তার মধ্যেই তাঁর ‘মোতিচুর চাকনাচুর’ খানিক প্রশংসিত হয়েছে। ২০১৯ সালে বলিউডে শেষ কাজ করেছেন আথিয়া। দীর্ঘ ৬ বছর রুপোলি পর্দা থেকে হারিয়ে গিয়েছিলেন। তবে মা হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছেন, অভিনয়ের কেরিয়ার আর এগিয়ে নিয়ে যাবেন না।
আপাতত আথিয়া একজন হ্যাপি হাউজওয়াইফ। এই মুহূর্তে জমিয়ে মাতৃত্ব উপভোগ করছেন আথিয়া। সোশাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় তাঁর সুখী গৃহকোণের ছবি। স্বামী সন্তান নিয়ে এখন আথিয়ার ভরা সংসার। মেয়ের কিছু কিছু ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন আথিয়া। এই মুহূর্তে তিনি যে সংসারে বেশ মন দিয়েছেন সেই বিষয়েও কোনও সন্দেহ নেই।
