shono
Advertisement
Ruturaj Gaikwad

'ধোনির জন্য কঠিন হচ্ছে অধিনায়ক ঋতুরাজের কাজ', কেন একথা বললেন ভন?

ধোনিই নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন ঋতুরাজের হাতে।
Posted: 04:01 PM Apr 10, 2024Updated: 04:57 PM Apr 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংসকে (CSK) নেতৃত্ব দেওয়া খুব কঠিন। ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ভন (Michael Vaughan) বলছেন, ঋতুরাজ গায়কোয়াড়ের পক্ষে দলের পুরোদস্তুর নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ ড্রেসিং রুমে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
ভন বলেছেন, ''ঈশ্বরের কাছ থেকে নেতৃত্ব নিয়েছে রুতুরাজ (Ruturaj Gaikwad)। পরিস্থিতিটা অনেকটা ড্রেসিং রুমে স্যর অ্যালেক্স ফার্গুসন থাকার মতো ব্যাপার। এটা অত্যন্ত কঠিন পরিস্থিতি ঋতুরাজের জন্য। এমএস-কে নেতৃত্ব দেওয়া কঠিন ব্যাপার। তবে আমার মনে হয় এমএস নিজেই দায়িত্ব তুলে দিয়েছে।''

Advertisement

[আরও পড়ুন: টেস্ট থেকে অবসর নিয়েছিলেন কেন ধোনি? এতদিনে আসল কারণ ফাঁস করলেন সাক্ষী]


ঋতুরাজ গায়কোয়াড় জানিয়েছেন, ২০২২ সাল নাগাদ ধোনি স্বয়ং তাঁকে নেতৃত্বের জন্য তৈরি থাকতে বলেছিলেন। বছর দুয়েক আগে রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন ধোনি। কিন্তু জাদেজার ক্যাপ্টেন্সিতে চেন্নাই ব্যর্থ হওয়ায় ফের নেতৃত্বে ফিরে আসেন ধোনি। এবার ঋতুরাজই নেতৃত্ব দিচ্ছেন সিএসকে-কে।
বর্তমান চেন্নাই অধিনায়ককে পারমর্শ দিয়ে মাইকেল ভন বলছেন, ''ঋতুরাজ পুরোটাই নিয়ন্ত্রণ করছে এমনটা আমার চোখে পড়েনি। ওর জন্য আমার একটাই পরামর্শ যত পারো রান করো। ঋতুরাজ রান পেলে সুবিধা হবে তাঁর দলেরই। আর দল জিতলে ভালো লাগবে অধিনায়ক ঋতুরাজেরই।'' উল্লেখ্য, পাঁচটি ম্যাচ খেলেছে সিএসকে। তিনটিতে জিতেছে চেন্নাই। দুটি ম্যাচে হার মেনেছে। 

[আরও পড়ুন: আগামী বছর জার্সির রং বদলাবে রোহিতের? বড় ইঙ্গিত দিল লখনউ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চেন্নাই সুপার কিংসকে (CSK) নেতৃত্ব দেওয়া খুব কঠিন।
  • ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ভন (Michael Vaughan) বলছেন, ঋতুরাজ গায়কোয়াড়ের পক্ষে দলের পুরোদস্তুর নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
  • ভনের মতে, ঈশ্বরের কাছ থেকে নেতৃত্ব নিয়েছে ঋতুরাজ।
Advertisement