সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হার। তার উপরে বিমানবন্দরে গিয়ে চার ঘণ্টার অপেক্ষা। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরও উড়ল না উড়ান। এমনকী বিমানসংস্থার তরফে কোনও ব্যাখ্যাও দেওয়া হয়নি। শেষ পর্যন্ত হতাশায়-ক্ষোভে সোশাল মিডিয়ায় একপ্রকার বিস্ফোরণ ঘটালেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। এয়ার ইন্ডিয়ার বিমানে আর না চড়ারও পরামর্শ দিলেন তিনি।
বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পরই গুয়াহাটি থেকে সোজা হায়দরাবাদ উড়ে যান সিরাজ। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 2884 গুয়াহাটি–হায়দরাবাদ ফ্লাইটে ওড়ার কথা ছিল টিম ইন্ডিয়ার তারকা পেসারের। ফ্লাইটটি ৭টা ২৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু সেটা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়। বারবার খোঁজ নেওয়ার পরেও সঠিক কারণ জানায়নি এয়ারলাইন্স। তাতে হতাশায় সোশাল মিডিয়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে তুলোধোনা করেন সিরাজ।
টিম ইন্ডিয়ার তারকা পেসার লেখেন, "এয়ার ইন্ডিয়ার IX 2884 (গুয়াহাটি–হায়দরাবাদ) ফ্লাইটটি ৭টা ২৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু কোনও কারণ না জানিয়েই ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়েছে। বারবার খোঁজ নেওয়ার পরেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ পরিষ্কার কিছু জানায়নি।" সিরাজের তোপ, "৪ ঘণ্টারও বেশি লেট। অথচ যাত্রীদের কিছুই জানানো হয়নি। এটা যাত্রীদের আটকে রাখার শামিল।" টিম ইন্ডিয়ার পেসার এতটাই ক্ষুব্ধ যে সরাসরি বলে দেন, "খুব খারাপ অভিজ্ঞতা। আর কাউকে আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চড়তে বলব না আমি।" সিরাজের সেই পোস্টে অবশ্য রিপ্লাই করেছে এয়ার ইন্ডিয়াও। তারা পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। এবং জানিয়েছে, "অপ্রত্যাশিত প্রযুক্তিগত ও পদ্ধতিগত কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। আমরা বুঝতে পারছি, আপনি বিরক্ত। তবে আমাদের টিম বিমানবন্দরের সবরকমভাবে যাত্রীদের সাহায্য করছে।"
বিমানবন্দরে এই হয়রানির আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার সিরিজ হারের সম্মুখীন হয়েছে ভারত। টিম ইন্ডিয়ার তারকা পেসার নিজেও ওই সিরিজে বিশেষ দাগ কাটতে পারেননি। সেটার সঙ্গে হয়রানির হতাশা। সব মিলিয়ে সোশাল মিডিয়ায় ওই বিস্ফোরণ সিরাজের।
