shono
Advertisement
Mohammed Shami

SIR শুনানিতে শামি, প্রমাণপত্র জমা দিয়ে জাতীয় দলের তারকা বললেন...

SIR Hearing: বর্তমানে রাসবিহারী বিধানসভার অন্তর্ভুক্ত কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার শামি। বিক্রমগড়ে যাবতীয় নথি ও প্রমাণপত্র নিয়ে হাজির হন শামি। জানা গিয়েছে নথি হিসেবে পাসপোর্ট দেখান।
Published By: Arpan DasPosted: 03:45 PM Jan 20, 2026Updated: 05:35 PM Jan 20, 2026

তিনি জাতীয় দলের ক্রিকেটার। তবু তাঁকে দিতে হবে ভোটাধিকারের প্রমাণ। কিছুদিন আগেই SIR শুনানিতে মহম্মদ শামির ডাক পড়তেই হইচই শুরু হয়ে যায়। অবশেষে মঙ্গলবার শুনানিতে হাজির হন জাতীয় দলের ক্রিকেটার। এদিন দুপুরে যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে শুনানিতে যান তিনি। শুনানি শেষে কী বললেন শামি?

Advertisement

আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা টুর্নামেন্টগুলিতে ভারতের জার্সি পরে ঝুড়ি ঝুড়ি উইকেট পেয়েছেন। কিন্তু SIR শুনানিতে শামি ডাক পেতেই বিতর্ক বাঁধে। বর্তমানে রাসবিহারী বিধানসভার অন্তর্ভুক্ত কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার শামি। তবে সেই সময় বাংলার হয়ে খেলার জন্য রাজ্যের বাইরে ছিলেন। সেই কারণে তখন শুনানিতে যেতে পারেননি।

এদিন বিক্রমগড়ে যাবতীয় নথি ও প্রমাণপত্র নিয়ে হাজির হন শামি। জানা গিয়েছে নথি হিসেবে পাসপোর্ট দেখান। শুনানি শেষে সাংবাদিকদের সামনে কথাও বলেন। সেখানে তিনি বলেন, "SIR-কে কখনও উপেক্ষা করা উচিত নয়। SIR ভাল বিষয়। ডাক পড়লে আপনাদেরও আসা উচিত। নাম সংশোধনের বিষয়টি অবশ্যই দরকারি। যতবার ডাকবে ততবার আসব। আমাকে কোনও সমস্যার মধ্যে পড়তে হয়নি। সবাই আমাকে খুব সাহায্য করেছে।" শুনানিতে হাজির হন শামির ভাই মহম্মদ কাইফও। তিনিও বাংলার হয়ে ক্রিকেট খেলেন।

কিন্তু কেন শুনানিতে ডাকা হয়েছিল শামিকে? নির্বাচন কমিশনের তরফ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছিল, ‘শামিকে শুনানিতে ডাকা ঘিরে নানা ভুয়ো খবর ছড়াচ্ছে। আসলে এসআইআর ফর্মের লিঙ্কেজ কলামটি পূরণ করেননি তিনি। সেকারণেই অন্যান্য ভোটারদের মতোই তলব করা হয়েছে শামিকেও।’ উল্লেখ্য, ২০০২ সালের ভোটার লিস্টে থাকা পরিবারের সদস্যদের নাম উল্লেখ করতে হয় লিঙ্কেজ কলামে। শামির ফর্মে সেই তথ্য নেই বলে জানিয়েছে কমিশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement