shono
Advertisement
Mohammed Shami

পরিচিত ইডেন তাতাচ্ছে শামিকে, রিভার্স নিয়ে আশায় ভারতীয় পেসার

শামির ক্রিকেটীয় উত্থানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ইডেন।
Published By: Anwesha AdhikaryPosted: 02:44 PM Apr 02, 2025Updated: 04:55 PM Apr 02, 2025

আলাপন সাহা: সানরাইজার্স হায়দরাবাদ প্র্যাকটিস তখন মাঝ পর্বে। নেটে টানা ঘণ্টা খানেক বোলিং করা হয়ে গিয়েছে মহম্মদ শামির (Mohammed Shami)। তারপর ক্লাব হাউসের সামনে বাউন্ডারি লাইনের কাছে এসে বসলেন তিনি। সঙ্গে সানরাইজার্স মিডিয়া টিমের কয়েকজন। বেশ কিছুক্ষণ কথা হল। দেখে মনে হল ইডেন নিয়ে কথাবার্তা চলছে। শামির ক্রিকেটীয় উত্থানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ইডেন। বাংলার হয়ে ম্যাচ খেলেছেন। ক্লাব ক্রিকেট খেলেছেন। ভারতীয় তারকা এই পেসারের টেস্ট অভিষেকও এখানে। শহরটার সঙ্গে আত্মিক যোগ রয়েছে। এখন অবশ্য কলকাতায় আর থাকেন না। কিন্তু তাতেও এই শহরের প্রতি টান এতটুকু কমেনি।

Advertisement

আড়াই মাস আগে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় এসেছিলেন। এবার আইপিএলে এসেছেন। ভীষণ ফুরফুরে মেজাজে দেখাল তাঁকে। পরিচিত কয়েকজনের সঙ্গে দেখা হতেই জড়িয়ে ধরেন। এখানকার খোঁজখবর নিচ্ছিলেন। বৃহস্পতিবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচ। জয় দিয়ে শুরুটা করলেও পরপর দু'টো ম্যাচ হারতে হয়েছে সানরাইজার্সকে। তবে শামির (Mohammed Shami) বিশ্বাস ইডেন থেকে ঘুরে দাঁড়াবে টিম। ইডেনের পরিবেশ খুব ভালো করে জানেন। জানেন এখানকার উইকেটের চরিত্র।

শামির ঘনিষ্ঠমহলে খবর নিয়ে জানা গেল, ভারতীয় পেসার এই ম্যাচটা নিয়ে নিজেও বেশ উত্তেজিত। দু'বছর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে খেলেছিলেন। তারপর থেকে আর ইডেনে নামা হয়নি। নিজের ঘরের মাঠে নামার আগে হয়তো একটু আবেগপ্রবণও হয়ে পড়ছেন। শোনা গেল, শামি ঘনিষ্ঠমহলে বলেন, ঘরের মাঠ, নিজের শহর সবসময়ই খুব স্পেশাল। এই শহর, ইডেনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। বাংলা থেকে খেলেই তাঁর ক্রিকেট কেরিয়ার পূর্ণতা পেয়েছে। ইডেনে এসে তাঁর দারুণ লাগছে।

আইপিএলে এবার থেকে নতুন নিয়ম চালু হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বলের উপর লালা ব্যবহারের অনুমতি দিয়েছে। একইসঙ্গে দ্বিতীয় ইনিংসে দশ ওভারের পর বল বদল করার নিয়ম চালু করেছে। যদি ফিল্ডিং টিমের অধিনায়ক মনে করেন, তাহলে দশ ওভারের পর বল বদল করতে পারেন। যে নিয়মগুলো বোলারদের সাহায্য করবে বলেই বলে মনে করেন শামি। ঘনিষ্ঠমহলে তিনি জানান, এই নিয়মগুলোর এফেক্ট আইপিএলে পরের দিকে বোঝা যাবে। আইপিএলে শিশির রাতে বড় ফ্যাক্টর হয়ে যায়। এখন বল বদলানোর নিয়ম নিয়ে আসায় বোলাররা সুবিধে পাবেন। তেমনই লালা ব্যবহারের জন্য রিভার্স সুইংও দেখা যেতে পারে বলে মনে করছেন এই তারকা পেসার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আড়াই মাস আগে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় এসেছিলেন। এবার আইপিএলে এসেছেন।
  • শামির ঘনিষ্ঠমহলে খবর নিয়ে জানা গেল, ভারতীয় পেসার এই ম্যাচটা নিয়ে নিজেও বেশ উত্তেজিত।
  • আইপিএলে এবার থেকে নতুন নিয়ম চালু হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বলের উপর লালা ব্যবহারের অনুমতি দিয়েছে।
Advertisement