স্টাফ রিপোর্টার: জাতীয় দলে তাঁর সুযোগ না পাওয়া নিয়ে বিতর্ক নড়িয়ে দিয়েছে আসমুদ্রহিমাচলকে। তাঁর 'আপডেট' প্রসঙ্গে বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকরের বক্তব্য এবং তা নিয়ে পাল্টা জবাবে আরও বেড়েছে সেই বিতর্কের উত্তাপ। তবে একটা বিষয়ে অবিচল রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। প্রত্যাবর্তনের মোক্ষে ঘাম ঝড়ানোয় ফাঁকি দেননি বিন্দুমাত্র তা সে ম্যাচে হোক বা নেটে। এবার ফের জাতীয় দলে শামিকে দেখার সম্ভাবনা বাড়ছে।
শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে ফের নীল জার্সিতে দেখা গেলেও যেতে পারে শামিকে। চলতি বছরের শুরুর দিকে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন বঙ্গ পেসার। তারপর আর কোচ গৌতম গম্ভীরের সংসারে ঠাঁই হয়নি শামির। নিজে চোটের জন্য দীর্ঘদিন বাইরে ছিলেন। তবে পুরো ফিট হয়ে ফেরার পরও ফেরানো হয়নি তাঁকে। উল্টে নির্বাচক প্রধান আগরকর বলে দিয়েছেন, শামির ফিটনেস নিয়ে কোনও আপডেট নেই তাঁর কাছে। যা শুনে শামিও পাল্টা জানান, আপডেট রাখা নির্বাচকের দায়িত্ব। সেটা বোলারের কাজ নয়।
জাতীয় দলে ফেরার লক্ষ্যে বাংলার হয়ে রনজি ট্রফিতে নেমেছেন তিনি। মোট চার ম্যাচ খেলে বল করছেন ১৪৫.২ ওভার। নিয়েছেন ২০ উইকেট। এরমধ্যে অসমের বিরুদ্ধে শেষ ম্যাচেই দু'ইনিংস মিলিয়ে করেছেন ৫২.২ ওভারে। ৭-৮ ওভারের লম্বা স্পেল নিয়মিতভাবে করেছেন সামি। বলের লাইন-লেংথ আগের মতো অভ্রান্ত, গতিও কমেনি। যা দেখে ইডেনে ধারাভাষ্য দিতে আসা প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মাও বলে গিয়েছেন, "ফিট না হলে শামি এমন বোলিং করছে কীভাবে?" গুজরাতের বিরুদ্ধে সেই ম্যাচে ইডেনে ছিলেন বোর্ডের নির্বাচক রুদ্রপ্রতাপ সিং। মনে করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে ডাকা হতে পারে শামিকে। তবে তা না হলেও, আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা তিন ওয়ান ডে ম্যাচের সিরিজের ভারতীয় দলে শামিকে ডাকার একটা হালকা সম্ভাবনা রয়েছে।
