সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাহি ভাই আর চিকু। ভারতীয় ক্রিকেটের সেরা বন্ধুত্বের মধ্য অন্যতম এই 'জুটি'। এবার রাঁচিতে আবার দেখা গেল দুই বন্ধুকে। বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে গাড়িতে চেপে বেরিয়ে পড়লেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। সেই ভিডিও ভাইরাল হতেই মুগ্ধ নেটদুনিয়া। অনেকেই এই দৃশ্য দেখে বলছেন, বছরের সেরা রিইউনিয়ন।
আগামী রবিবার রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে ভারত। টেস্টে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চুনকাম হওয়ার পরে এবার সম্মানরক্ষার লড়াইয়ে মেন ইন ব্লু। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সিরিজ জয়ের পাশাপাশি রাঁচির আমজনতার উন্মাদনা রয়েছে 'রো-কো'র প্রত্যাবর্তন ঘিরেও। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল।
তবে ম্যাচের আগেই ধোনি-কোহলি রিইউনিয়নে (MS Dhoni-Virat Kohli) মজে নেটপাড়া। বুধবার রাঁচিতে পৌঁছে গিয়েছেন বিরাট। বৃহস্পতিবার রোহিতের সঙ্গে অনুশীলন করতেও দেখা গিয়েছে তাঁকে। বৃহস্পতিবার সন্ধেয় বিরাট পৌঁছে যান তাঁর প্রিয় মাহি ভাইয়ের বাড়িতে। সঙ্গে ছিলেন ঋষভ পন্থও। তারপর দুই তারকা ক্রিকেটারকে নিজের গড়িতে বসিয়ে হোটেলে পৌঁছে দেন মাহি স্বয়ং। তিনি গাড়ি চালাচ্ছেন, সেই ভিডিও ভাইরাল হয়ে নেটদুনিয়ায়। মুগ্ধ হয়ে নেটিজেনদের মত, এটাই বছরের সেরা রিইউনিয়ন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে রাঁচিতে। স্বাভাবিকভাবেই ওয়ান ডে'তে সবচেয়ে বেশি আগ্রহ দুই ভারতীয় তারকাকে নিয়ে। বিরাট কোহলি আর রোহিত শর্মা। দু'জনেই টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এখন শুধু ওয়ান ডে খেলছেন। ২০২৭ বিশ্বকাপের আগে আর খুব বেশি ওয়ান ডে সিরিজ নেই। তাই এই ম্যাচগুলোতে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চাইবে টিম ইন্ডিয়া। তবে সব আকর্ষণ যে বিরাট-রোহিতকে ঘিরে থাকবে, সেটা বলে দেওয়াই যায়।
