shono
Advertisement
David Warner

পাক সাংবাদিকের কাছ থেকে 'ভারতবিরোধী' প্রশ্ন শুনে রেগে কাঁই ওয়ার্না‌র!

পিএসএলে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ওয়ার্নার।
Published By: Prasenjit DuttaPosted: 02:37 PM Apr 12, 2025Updated: 02:38 PM Apr 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান সুপার লিগে অভিষেক হতে চলেছে তাঁর। করাচি কিংস ২.৫৮ কোটি টাকায় কিনে নিয়েছে ডেভিড ওয়ার্না‌রকে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু পিএসএলে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ওয়ার্নার। সেখানেই বিতর্কের সূত্রপাত। এক পাক সাংবাদিক নাকি তাঁকে 'ভারতবিরোধী' প্রশ্ন করে বসেন। তারপর? 

Advertisement

ওই সাংবাদিক অজি তারকাকে বলেন, "এবছর আইপিএলে দল না পেয়ে পিএসএলে খেলতে এসেছেন। তাই ভারতীয়দের কাছে ট্রোলড হতে হচ্ছে আপনাকে। এমনকী চটুল মন্তব্যও করা হয়েছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী?" এমন প্রশ্ন শুনে হতচকিত হয়ে যান ওয়ার্নার। পাক সাংবাদিকের কাছে 'ভারতবিরোধী' প্রশ্ন আশা করেননি তিনি।

ভারতকে জড়িয়ে পাক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওয়ার্নার বলেন, "এমন তো প্রথমবার শুনলাম। কেবল ক্রিকেটটা খেলতে চাই। পিএসএলে আসার সুযোগ এসেছে। ঠাসা সূচিতে এতদিন ব্যস্ত থাকতাম। তাই পিএসএল খেলিনি। এখন সুযোগ পেয়েছি। করাচি কিংসের অধিনায়কত্ব করব। আশা করি, ট্রফি জিততে পারব।" এককথায় পাক সাংবাদিকের প্রশ্নকে এভাবেই উড়িয়ে দিয়েছেন ওয়ার্নার। 

উল্লেখ্য, গত নভেম্বরে আইপিএলের মেগা নিলামে অবিক্রীত ছিলেন ওয়ার্নার। এ বছরের শুরুতে পিএসএল ড্রাফটে প্রবেশ করেছিলেন। তারপরই করাচি কিংস তাঁকে কিনে নেয়। টি-টোয়েন্টিতে ৩৯৯ ম্যাচে ১২,৯১৩ রান রয়েছে তাঁর। গড় ৩৭.০০। গত আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসে ছিলেন। একেবারেই ফর্মে দেখা যায়নি। ৮ ম্যাচে করেছিলেন মাত্র ১৬৮ রান। যদিও সব মিলিয়ে তাঁর আইপিএল রেকর্ড অসাধারণ। ১৮৪ ম্যাচে ৬,৫৬৫ রান রয়েছে তাঁর নামের পাশে। গড় ৪০.৫২। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বর্তমানে ক্লাব ক্রিকেটেই দেখা মেলে ওয়ার্নারের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তান সুপার লিগে অভিষেক হতে চলেছে তাঁর।
  • করাচি কিংস ২.৫৮ কোটি টাকায় কিনে নিয়েছে ডেভিড ওয়ার্না‌রকে।
  • এক পাক সাংবাদিক নাকি তাঁকে 'ভারত বিরোধী' প্রশ্ন করে বসেন।
Advertisement