সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত? দলে ফেরা হবে শাকিব আল হাসানের? টাইগারদের নিয়ে বেশ কয়েকদিন ধরেই দুটি প্রশ্ন ঘোরাফেরা করছিল ক্রিকেটমহলে। অবশেষে পাওয়া গেল উত্তর। প্রথমটি উত্তর যদি 'হ্যাঁ' হয়, তাহলে দ্বিতীয়টির 'না'-এর মধ্যেও রইল জটিলতা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ঘরের মাঠে 'হোয়াইটওয়াশ' হয়েছেন শান্তরা। তার আগে ভারতে এসেও একই ফলাফল হয়েছিল। এর মাঝে অধিনায়ক শান্ত জানিয়ে ছিলেন তিনি নেতৃত্ব ছাড়তে চান। যদিও বোর্ডের একাংশের বক্তব্য ছিল, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তই দায়িত্বে থাকুন। আপাতত সেটাই রইল। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ওয়ানডে সিরিজের ঘোষিত দলে অধিনায়ক আপাতত বদলাচ্ছে না।
প্রশ্ন ছিল আরও একজনকে নিয়ে। যিনি বিক্ষোভের জেরে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে পারেননি। এমনকী শাকিব আল হাসান আদৌ দেশে ফিরতে পারবেন কিনা, সেই প্রশ্নও রয়েছে। তবে আফগানিস্তানের সঙ্গে সিরিজ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখানে তাঁর খেলা নিয়ে সমস্যা থাকার কথা নয়। তাতেও 'বিশ্রাম'-এই রইলেন তিনি। বিসিবি সভাপতির যুক্তি, "শাকিব যেহেতু নিজের শেষ টেস্টে খেলতে পারেনি, তাই বেশি অনুশীলনও করতে পারেনি।" ফলে বাংলাদেশের ঘোষিত দলে সে অর্থে কোনও বড়সড় রদবদল নেই।
তবে সেই দরজা খোলাও রাখা হচ্ছে। বিসিবি সভাপতি ফারুখ আহমেদের সঙ্গে আলোচনার পরই শান্তকে অধিনায়ক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তিন ম্যাচের সিরিজের সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে। যাঁকে টি-টোয়েন্টিতে ভবিষ্যতের নেতা হিসেবে ভাবা হচ্ছে। প্রথমবার সুযোগ পেলেন নাহিদ রানা। অসুস্থতার জন্য দলে নেই উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। উল্লেখ্য বাংলাদেশ শেষ ওয়ানডে খেলেছে চলতি বছরের মার্চ মাসে। আর আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে।