shono
Advertisement

Breaking News

Border Gavaskar Trophy

অস্ট্রেলিয়া সফরে বাতিল ভারতের প্রস্তুতি ম্যাচ, রোহিতদের নজর কড়া ট্রেনিংয়ে

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে মহা আলোচিত বর্ডার-গাভাসকর ট্রফি।
Published By: Arpan DasPosted: 10:30 AM Nov 02, 2024Updated: 01:13 PM Nov 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) প্রস্তুতিতে আরও ভালো করে মন দিতে ভারত ‘এ’-র সঙ্গে আন্তঃস্কোয়াড ম‌্যাচ বাতিল করে দিল ভারতীয় টিম। তার বদলে ট্রেনিংয়ে বাড়তি মনেযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে মহা আলোচিত বর্ডার-গাভাসকর ট্রফি। অর্থাৎ, ভারতের আসন্ন পাঁচ টেস্টের অস্ট্রেলিয়া সিরিজ। প্রথমে ঠিক ছিল যে, অস্ট্রেলিয়া সিরিজে নামার আগে রুতুরাজ গায়কোয়াড় নেতৃত্বাধীন ভারত ‘এ’-র বিরুদ্ধে একটা ক্লোজড ডোর ম‌্যাচ ছিল। যে ম‌্যাচটা হওয়ার কথা ছিল ১৫-১৭ নভেম্বর। এই মুহূর্তে ভারত ‘এ’ টিম অস্ট্রেলিয়ায়। বেসরকারি টেস্ট সিরিজ খেলছে। কিন্তু খবর যা, সিনিয়র টিমের কোচ গৌতম গম্ভীর এবং টিমের একাধিক সিনিয়র চান, অস্ট্রেলিয়া গিয়ে ভারত ‘এ’-র বিরুদ্ধে না খেলে কড়া ট্রেনিং করতে। আসলে নিউজিল‌্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ হারের পর ভারতের পক্ষে বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপ ফাইনাল যাওয়া অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। এই মুহূর্তে ওয়াংখেড়েতে নিউজিল‌্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলছে ভারত। রোহিত শর্মারা যদি সেই টেস্ট জিততে না পারেন, টেস্ট ফাইনাল খেলার অঙ্ক আরও বেশি কঠিন হবে। তখন বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের মধ‌্যে চারটেতে জিততে হবে ভারতকে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতিতে আরও ভালো করে মন দিতে ভারত ‘এ’-র সঙ্গে আন্তঃস্কোয়াড ম‌্যাচ বাতিল করে দিল ভারতীয় টিম।
  • তার বদলে ট্রেনিংয়ে বাড়তি মনেযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
  • আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে মহা আলোচিত বর্ডার-গাভাসকর ট্রফি।
Advertisement