shono
Advertisement

Breaking News

Shah Rukh Khan

একই দিনের শাহরুখ ও তাঁর ম্যানেজারের জন্মদিন, ছবি পোস্ট করে আবেগঘন বার্তা পূজার

এক দশকেরও বেশি সময় ধরে শাহরুখের ম্যানেজার হিসেবে কাজ করছেন পূজা।
Published By: Suparna MajumderPosted: 06:32 PM Nov 02, 2024Updated: 07:01 PM Nov 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের ছায়াসঙ্গী তিনি। সবসময় পাশে থাকেন। কিং খানও তাঁকে পরিবারের সদস্যের মতোই সম্মান দেন। তাই বলে এত মিল! একই দিনে শাহরুখ খান ও তাঁর ম্যানেজার পূজা দদলানির জন্মদিন। এবারে মন্নতের ছাদে 'বার্থডে বয়' শাহরুখের দর্শন এখনও অনুরাগীরা পাননি। তবে পূজা বলিউডের রোম্যান্স কিংয়ের সঙ্গে ছবি পোস্ট করে দিয়েছেন আবেগঘন বার্তা।

Advertisement

কালো রং শাহরুখ খানের পছন্দের। পূজার পোস্ট করা ছবিতে তিনি কালো স্যুট পরেই রয়েছেন। পূজার পরনে রয়েছে ব্ল্যাক গাউন। ছবির ক্যাপশনে কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, 'আমার মেন্টর...আমার থেকেও বেশি যিনি আমার দক্ষতা সম্পর্কে জানেন সেই মানুষকে জানাই শুভ জন্মদিন। আমার শিক্ষক, পথপ্রদর্শক এবং সবচেয়ে প্রিয় বন্ধু... এমন একজন মানুষ হওয়ার জন্য আর আমাকে নিজের পরিবারের সদস্য করে নেওয়ার জন্য ধন্যবাদ... অনেক অনেক ভালোবাসা।'

শোনা যায়, ২০১২ সাল থেকে বাদশার ম্যানেজার হিসেবে কাজ করছেন পূজা। বিপদে-আপদে সর্বদা একেবারে ছায়াসঙ্গীর মতোই পাশে থাকেন তিনি। বলতে গেলে, মাত্র এক দশকেই শাহরুখের পরিবারের একজন হয়ে উঠেছেন তাঁর ম্যানেজার। শনিবার শাহরুখ ৫৯ বছরে পা রাখলেন। গত বছরও মন্নতের ছাদে দাঁড়িয়ে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেছিলেন বাদশা। কিন্তু এবারে তাঁর দেখা এখনও পর্যন্ত মেলেনি। কিন্তু মন্নতের বাইরে শাহরুখের 'জাবড়া ফ্যান'দের ভিড় রয়েছে। একবার যদি প্রিয় তারকার দেখা পাওয়া যায়। কিন্তু সেই সম্ভবনা বড় ক্ষীণ বলেই শোনা যাচ্ছে। তবে 'এসআর কে ডে' সেলিব্রেশনে বাদশার দেখা মিলেছে। 

প্রসঙ্গত, দশেরার দিন প্রকাশ্যে এনসিপি নেতা বাবা সিদ্দিকে গুলি করে খুন করা হয়। এই ঘটনার পরই মুম্বইয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কারণ বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাং। কৃষ্ণসার হরিণ হত্যা মামলার পর থেকেই যারা সলমন খানকে নিজেদের শত্রু মনে করে। সলমন খান ও শাহরুখ খানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বাবা সিদ্দিকি। তাঁর ইফতার পার্টিতেই দুই খানের তিক্ততা মিটে যায়। সিদ্দিকির মৃত্যুর পর সলমন খানের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই কি জন্মদিনে জনসমক্ষে আসা নিয়ে বাড়তি সতর্ক কিং খান? এমন প্রশ্ন উঠছে অনুরাগী মহলে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শোনা যায়, ২০১২ সাল থেকে বাদশার ম্যানেজার হিসেবে কাজ করছেন পূজা।
  • বিপদে-আপদে সর্বদা একেবারে ছায়াসঙ্গীর মতোই পাশে থাকেন তিনি।
Advertisement