shono
Advertisement
Najmul Hossain Shanto

টি-২০ অধিনায়কত্ব ছাড়লেন শান্ত, ফের উথালপাতাল বাংলাদেশ ক্রিকেট

টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন লিটন দাস।
Published By: Subhajit MandalPosted: 11:04 AM Jan 02, 2025Updated: 11:04 AM Jan 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উথালপাতাল বাংলাদেশ ক্রিকেট। শেষ পর্যন্ত টি-২০ অধিনায়কত্ব ছেড়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। বিসিবিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। তবে আপাতত টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন শান্তই।

Advertisement

সূত্রের খবর, শান্ত বিসিবিকে জানিয়ে দিয়েছেন, তিনি আর টি–টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন না। বিসিবি যদি চায়, টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। তাঁর এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও। আগামী মার্চে জিম্বাবোয়ের বিরুদ্ধে ফের টি-২০ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে শান্ত আর অধিনায়ক থাকছেন না। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনিই দলের নেতৃত্ব দেবেন। মেগা টুর্নামেন্টের আগে নেতৃত্বে আর বদল চাইছে না বাংলাদেশ বোর্ড।

ভারতের বিরুদ্ধে হারের পরই বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন শান্ত। পরে অবশ্য বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল করেন তিনি। আরও কিছুদিন দলকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এবার চূড়ান্তভাবেই শান্ত জানিয়ে দিলেন, ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে আর বাংলাদেশের নেতৃত্ব দেবেন না তিনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশের অধিনায়কত্ব প্রসঙ্গে বলেন, "শান্ত বলে দিয়েছে সে আর টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যেহেতু আপাতত আমাদের টি–টোয়েন্টি সিরিজ নেই, হাতে সময় আছে। এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে।"

বাংলাদেশ ক্রিকেট মহলে খোঁজ নিয়ে জানা গেল, টি-টোয়েন্টিতে দলের নেতৃত্ব দেওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তাঁর নেতৃত্বেই ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। লড়াইয়ে রয়েছেন মেহেদি হাসান মিরাজও। তবে টি-২০ দলে নিয়মিত সুযোগ পান না মিরাজ। সেটা তাঁর বিপক্ষে যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেষ পর্যন্ত টি-২০ অধিনায়কত্ব ছেড়ে দিলেন নাজমুল হোসেন শান্ত।
  • বিসিবিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি।
  • বিসিবিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি।
Advertisement