সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীরের পরীক্ষা অব্যাহত। এশিয়া কাপে কাজে লেগে গিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তা কোনও কাজে লাগল না। ব্যর্থ হলেন শুভমান গিল। সঞ্জু স্যামসনের ব্যাটিং জায়গা নিয়ে এক্সপেরিমেন্ট লেগেই রয়েছে। ফের জায়গা হল না অর্শদীপ সিংয়ের। সব নিয়েই প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা।
মেলবোর্নে আত্মসমর্পণ টিম ইন্ডিয়ার। পুরো ২০ ওভারই খেলতে পারেনি ভারত। শক্তিশালী অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য মাত্র ১২৬ রানের লক্ষ্য ছিল। যা মিচেল মার্শরা সহজেই তুলে দেন। গিলকে ৫ রানে সাজঘরে ফেরান জস হ্যাজেলউড। গত ম্যাচে তিন নম্বরে নেমে রানে ফিরেছিলেন সূর্যকুমার। কিন্তু এদিন আচমকাই তিনে তুলে আনলেন সঞ্জু স্যামসনকে। এশিয়া কাপের আগে তিনি ছিলেন ওপেনার। হঠাৎ তাঁকে পাঁচ বা ছয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে সুস্থির হওয়ার আগেই তাঁকে ফের তিন নম্বরে তুলে আনা হল। সঞ্জু (২) ডাহা ফেল। চারে নামা সূর্যের সংগ্রহ মাত্র ১।
এখানেই শেষ নয়। প্রশ্ন উঠছে গম্ভীরের অন্য সিদ্ধান্ত নিয়েও। কেন যশস্বী জয়সওয়াল সুযোগ পাবেন না? খাতায়-কলমে গিলের থেকে অনেক ভালো পরিসংখ্যান যশস্বীর। ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ৩০ ম্যাচে ৭৪৭ রান করেছে। গড় ২৮.৭৩। সেখানে যশস্বী ২৩ ম্যাচে করেছেন ৭২৩। গড় ৩৬.১৫। একটি সেঞ্চুরিও আছে। কিন্তু গতবছর ৩০ জুলাইয়ের পর আর তাঁকে ডাকাই হয়নি। অন্যদিকে গিলকে দলে ফিরিয়ে এনে সহ-অধিনায়ক করা হয়েছে।
ঠিক একই ভাবে অর্শদীপ সিংকে কেন বাদ দেওয়া হচ্ছে, সেটা নিয়েও কথা উঠছে। টি-টোয়েন্টিতে তাঁর ১০০ উইকেট আছে। মেলবোর্নের পিচে বাউন্স ও সুইং দুটোই পেতেন। সেখানে হর্ষিত রানাকে বারংবার সুযোগ দেওয়ায় অনেকেই অসন্তুষ্ট। তবে হর্ষিতকে নিয়ে আরেকটি চাল খেটে যায়। শিবম দুবের জায়গায় সাত নম্বরে পাঠানো হয় হর্ষিত রানাকে। তিনি যথেষ্ট দায়িত্ব নিয়ে ৩৫ রান করেন। তাতে আবার অনেকের খোঁচা, 'হর্ষিত রানা ব্যাটিংই করুক, তাঁকে ভুল করে বল করানো হচ্ছে।'
