সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরবস্থা অব্যাহত পাকিস্তানের। ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, হার যেন নিত্যসঙ্গী রিজওয়ানদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে হেরে সিরিজ হাতছাড়া হল পাক বাহিনীর। চূড়ান্ত ব্যর্থ বাবর-রিজওয়ানের মতো তারকা ব্যাটার। আর তারপরই শুরু হল চরম কটাক্ষ।
কিউয়িদের কাছে প্রথম ওয়ানডেতে হার মানতে হয়েছিল ৭৩ রানে। দ্বিতীয় ওয়ানডের অবস্থা আরও খারাপ। এবার পাকিস্তানকে হারতে হয়েছে ৮৪ রানে। নিউজিল্যান্ডের ২৯২ রান তাড়া করতে নেমে পাকিস্তান থেমে যায় মাত্র ২০৮ রানে। তার মধ্যে ৮ উইকেট হারায় ১১৪ রানে। সেখান থেকে যে রানটা ২০০ পেরোল, সেটা ফাহিম আশরাফ ও নাসিম শাহের হাফসেঞ্চুরির কল্যাণে। ৭৮ বলে ৯৯ রান করে ম্যাচের সেরা মিচেল হে।
বাবর আজম ফিরলেন ১ রানে। অধিনায়ক রিজওয়ানের রান ৯। আর সেই সঙ্গে পাক ক্রিকেটারদের চরম কটাক্ষ সোশাল মিডিয়ায়। বাবরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, 'আরেকটা সেঞ্চুরি হাতছাড়া হল। এবার মাত্র ৯৯ রানের জন্য'। বাদ যাচ্ছে না গোটা পাকিস্তান দলই। অনেকে লিখছেন, 'পাকিস্তান বাবরকে ছাড়া হেরেছে, দলে নিয়েও হেরেছে। তাহলে আর নতুন প্লেয়ারদের সুযোগ দিয়ে লাভ কী?' তাছাড়া ৭২ রানে যদি ৭ উইকেট পড়ে যায়, তার দায়িত্ব কি শুধু বাবরের?
অনেকে আবার লিখছেন, 'নিউজিল্যান্ড দলে তো কোনও তারকাই নেই। একটা স্কুল দল পাকিস্তানকে হারিয়ে দিল।' সেই সঙ্গে কোচ আকিব জাভেদ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকেও সরিয়ে দেওয়ার দাবি উঠছে। আর এই হারের ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা ১২টি ওয়ানডে হারল পাকিস্তান।