shono
Advertisement

Breaking News

Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনে পাক যুদ্ধবিমানের গর্জন, আতঙ্কিত কিউয়ি ক্রিকেটাররা! ভাইরাল ভিডিও

বুধবার করাচি স্টেডিয়ামে শুরু হল চ্যাম্পিয়ন্স ট্রফি।
Published By: Anwesha AdhikaryPosted: 04:37 PM Feb 19, 2025Updated: 05:01 PM Feb 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ বছর পর পাকিস্তানে শুরু হল আন্তর্জাতিক টুর্নামেন্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল পাক ব্রিগেড। ম্যাচের শুরুতে বর্ণাঢ্য এয়ার শোয়ের আয়োজন করে পাকিস্তানি বায়ুসেনা। আর সেই দেখেই কিনা ভয় পেয়ে গেলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার!

Advertisement

বুধবার করাচি স্টেডিয়ামে শুরু হল চ্যাম্পিয়ন্স ট্রফি। মেগা টুর্নামেন্ট উপলক্ষে গত কয়েকদিন ধরে দেশের নানা প্রান্তে আয়োজিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। এদিন ম্যাচের আগেও বিশেষ এয়ার শো আয়োজন করেছিল বায়ুসেনা। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। দুই দল ম্যাচ শুরুর আগে মাঠে নেমে প্রথামাফিক জাতীয় সংগীত গায়। সেই সময়েই করাচির আকাশজুড়ে শুরু হয় পাক বায়ুসেনার কেরামতি।

পাকিস্তানি পতাকার সবুজ এবং সাদা রঙে আবির ছড়িয়ে দেয় দেয় পাক সেনার বিমানগুলি। বেশ কয়েকটি ফর্মেশনও তৈরি করে মাঝআকাশে। কিন্তু যুদ্ধবিমানের জোরালো আওয়াজে ভয় পেয়ে যান নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এয়ার শো শেষে ব্যাট করতে নামবেন বলে তৈরি হয়ে মাঠেই অপেক্ষা করছিলেন কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে। কিন্তু আওয়াজ শুনে আঁতকে ওঠেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছে নিমেষে। 

পাক বিমানের আওয়াজ শুনে আরও বেশ কয়েকজন কিউয়ি ক্রিকেটার ভয় পেয়ে যান। ব্যাট করতে নেমে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেন পারেননি কনওয়ে। ১৭ বলে মাত্র ১০ রান করে আউট হয়ে যান। অন্যদিকে, ম্যাচের প্রথম ওভারেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় পাক ব্যাটার ফখর জামানকে। বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডাইভ দেন তিনি। তখনই কোমরে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ফখরকে। আর মাঠে ফিরতে পারেননি তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টস জিতে বল করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। দুই দল ম্যাচ শুরুর আগে মাঠে নেমে প্রথামাফিক জাতীয় সংগীত গায়।
  • পাকিস্তানি পতাকার সবুজ এবং সাদা রঙে আবির ছড়িয়ে দেয় দেয় পাক সেনার বিমানগুলি। বেশ কয়েকটি ফর্মেশনও তৈরি করে মাঝআকাশে।
  • ব্যাট করতে নেমে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেন পারেননি কনওয়ে। ১৭ বলে মাত্র ১০ রান করে আউট হয়ে যান।
Advertisement