shono
Advertisement

Breaking News

Nitish Kumar Reddy

নিলামের আগেই মুস্তাক আলিতে হ্যাটট্রিক নীতীশ রেড্ডির, ডাহা ফেল ভেঙ্কি-রজতরা

'লেটার মার্কস' নিয়ে পাশ করলেন ভারতীয় অলরাউন্ডার।
Published By: Prasenjit DuttaPosted: 05:13 PM Dec 12, 2025Updated: 05:13 PM Dec 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৬ ডিসেম্বর, মঙ্গলবার আইপিএলের মিনি নিলাম। তার আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফির মধ্যপ্রদেশ বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচের দিকে নজর ছিল অনেকের। কারণ দুই দলে রয়েছেন নীতীশ রেড্ডি, ভেঙ্কটেশ আইয়ার, রজত পাতিদারদের মতো তারকা ক্রিকেটাররা। সেই ম্যাচে নীতীশ কুমার রেড্ডিকে 'লেটার মার্কস' নিয়ে পাশ করলেও বাকি দু'জন ডাহা ফেল। 

Advertisement

মধ্যপ্রদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন নীতীশ। যদিও রজত পাতিদারদের নেতৃত্বাধীন দলের কাছে ৪ উইকেটে হেরে যায় নীতীশের দল অন্ধ্রপ্রদেশ। প্রথমে ব্যাট করে মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায় তারা। জবাবে একটা সময় নীতীশ রেড্ডির দাপটে চাপে পড়ে গিয়েছিল মধ্যপ্রদেশ। টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডারের দাপটে রজত পাতিদারদের দল শুরুতেই একগুচ্ছ উইকেট হারায়। হ্যাটট্রিক-সহ তিন উইকেটই নেন নীতীশ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে প্রস্তুতিমূলক শিবিরের অংশ থাকা সত্ত্বেও ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন নীতীশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সুযোগ পাবেন কি না, সে ব্যাপারে এখনও নিশ্চয়তা নেই। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজেও সুযোগ পাননি। এই আবহে মুস্তাক আলিতে অনবদ্য পারফরম্যান্স করলেন। এখন দেখার, জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পান কি না তিনি।

তৃতীয় ওভারের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বলে টানা উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন নীতীশ। তারকা অলরাউন্ডারের শিকার হন হর্ষ গাউলি, হরপ্রীত সিং এবং আরসিবি অধিনায়ক রজত পাতিদার। বোল্ড হন গাউলি। রিকি ভুইয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হরপ্রীত। এরপর স্কোয়ার কাট করতে গিয়ে আউট হন রজত।

আইপিএল নিলামের আগে রজতের পাশাপাশি ব্যর্থ ভেঙ্কটেশ আইয়ারও। ওপেনে নেমে ১৮ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন তিনি। গত বছর পৌনে ২৪ কোটি টাকায় মেগা নিলাম থেকে তাঁকে কিনেছিল কেকেআর। সেই আশার সিকিভাগও পূরণ করতে পারেননি ভেঙ্কি। স্বাভাবিকভাবেই নাইট রিটেনশন তালিকায় জায়গা হয়নি তাঁর। তবে এদিন তিনি নজরে থাকলেও বড় রান পাননি। একটা সময় ৩৭ রানে ৪ উইকেট পড়ে মধ্যপ্রদেশকে উদ্ধার করেন ঋষভ চৌহান (৪৭) এবং রাহুল বাথাম (৩৫)। তাঁদের জুটিতে ওঠে ৭৩ রান। এই জুটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। শেষ পর্যন্ত ১৫ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় রজত পাতিদারের দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৬ ডিসেম্বর, মঙ্গলবার আইপিএলের মিনি নিলাম।
  • তার আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফির মধ্যপ্রদেশ বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচের দিকে নজর ছিল অনেকের।
  • কারণ দুই দলে রয়েছেন নীতীশ রেড্ডি, ভেঙ্কটেশ আইয়ার, রজত পাতিদারদের মতো তারকা ক্রিকেটাররা।
Advertisement