সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুর্নামেন্ট বদলায়। কিন্তু বৈভব সূর্যবংশীর দারুণ ফর্মে বদল ঘটে না। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে নেমেই ১৭১ রানের দুরন্ত ইনিংস খেলেছেন ভারতের বিস্ময় প্রতিভা। শুক্রবার থেকে দুবাইতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সেখানেই ছক্কা মারার রেকর্ড গড়ে ফেললেন তরুণ তুর্কি।
শুক্রবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরশাহী। ওপেন করতে নেমেই ঝোড়ো ব্যাটিং বৈভবের। মাত্র ৯৫ বলে তিনি ১৭১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি, ১৪টি ছক্কা। ওপেনিংয়ে বৈভবের সঙ্গী,অধিনায়ক আয়ুষ মাত্র কেবল চার রানে আউট হয়ে যান। কিন্তু উইকেটের অন্য প্রান্তে আমিরশাহী বোলারদের উপর আছড়ে পড়ে বৈভব ঝড়। ঝোড়ো ইনিংসে তিনি গড়ে ফেলেছেন একগুচ্ছ নতুন রেকর্ড।
মাত্র ৮৪ বলে ১৫০ রানের গণ্ডি পেরন বৈভব। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে এক ইনিংসে সর্বাধিক ১০টি ছক্কা মারার নজির ছিল আফগানিস্তানের দারউইশ রসুলির। ২০১৭ সালের সেই নজির ভেঙে গেল বৈভবের দাপটে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়ার তালিকাতেও অনেকখানি এগিয়ে গেলেন বৈভব। ভারতের জার্সিতে অনূর্ধ্ব ১৯ ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল বৈভবের ১৭১। শীর্ষে রয়েছে ২০০২ সালে অম্বাতি রায়ডুর ১৭৭ রানের ইনিংস।
ক্রিকেট ইতিহাসে যুবদের ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও গড়ে ফেলেছেন বৈভব। ২০০৮ থেকে এই রেকর্ড ছিল অজি ব্যাটার মাইকেল হিলের। নামিবিয়ার বিরুদ্ধে এক ইনিংসে তিনি ১২টি ছক্কা মেরেছিলেন। সেই নজির টপকে গেল ১৪ ছক্কায় সাজানো বৈভবের ইনিংস। যুবদের ওয়ানডেতে প্রথম ব্যাটার হিসাবে ৫০ ছক্কা হাঁকানোর নজিরও গড়েছে বিহারের এই কিশোর। বৈভবের দাপটে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৪৩৩ রানের পাহাড় গড়েছে ভারত।
