shono
Advertisement
IND vs SA

প্রথম আমন্ত্রণ জগন্নাথদেবকে, ভারতের ম্যাচের প্রতীকী টিকিট নিয়ে পুরীর মন্দিরে ওড়িশার ক্রিকেট কর্তারা

৯ ডিসেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ওড়িশার কটকে।
Published By: Arpan DasPosted: 07:42 PM Dec 01, 2025Updated: 07:42 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পরই রয়েছে টি-টোয়েন্টি সিরিজ। ৯ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ওড়িশার কটকে। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরুর আগে অভিনব পদক্ষেপ ওড়িশা ক্রিকেট সংস্থার। ম্যাচের প্রথম টিকিটটি তারা দিয়ে এলেন পুরীর মন্দিরে। জগন্নাথদেবকে আমন্ত্রণ জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন তারা। 

Advertisement

কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারতের শেষ ম্যাচ পড়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। সেই ওয়ানডে ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে চাহিদা তুঙ্গে ছিল। এবারও সেরকমই হবে বলে আশা করছেন ওড়িশার ক্রিকেটকর্তারা। টিকিট বিক্রিও দ্রুত শুরু হবে। তার আগে রবিবার ক্রিকেট সংস্থা থেকে যাওয়া হয় পুরীর মন্দিরে। তাঁদের হাতে ছিল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের একটি বড় সংস্করণ। সোশাল মিডিয়ায় সেই ছবি আপলোডও করা হয়েছে। যেখানে ভক্তরা লিখছেন, 'জয় জগন্নাথ।'

ওড়িশা ক্রিকেট সংস্থার সচিব সঞ্জয় বেহেরা বলেন, "প্রথম টিকিটটি জগন্নাথদেবের পাদপদ্মে দেওয়া হয়েছে। আসলে তাঁকে আমরা প্রতীকী আমন্ত্রণ জানিয়েছি। তাঁর আশীর্বাদ নিয়ে আমরা ম্যাচ আয়োজন করব।"

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন সূর্যকুমার যাদবরা। টেস্ট সিরিজে হারের পর প্রথম ওয়ানডেতে জিতেছে ভারত। অধিনায়ক শুভমান গিলকে ছাড়াই সিরিজ জয়ের সুযোগ আছে। টি-টোয়েন্টি সিরিজে গিল খেলবেন কি না, তা নিয়ে এখনও সংশয় আছে। অন্যদিকে বরোদার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হার্দিক পাণ্ডিয়ার কামব্যাক হতে চলেছে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে দেখা যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পরই রয়েছে টি-টোয়েন্টি সিরিজ।
  • ৯ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ওড়িশায়। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরুর আগে অভিনব পদক্ষেপ ওড়িশা ক্রিকেট সংস্থার।
  • ম্যাচের প্রথম টিকিটটি তারা দিয়ে এলেন পুরীর মন্দিরে। প্রথম আমন্ত্রণ জানালেন জগন্নাথদেবকে।
Advertisement