shono
Advertisement
T20 World Cup

বিশ্বকাপের আগে অপমানিত বোধ করছে পাকিস্তান! কেন 'কান্নাকাটি' পাক ক্রিকেটমহলে?

আট বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ জয় পায় পাকিস্তান। তবে এই জয়ের পর আদৌ কোনও লাভ হচ্ছে না বলেই সেদেশের ক্রিকেটমহলে জোর আলোচনা চলছে।
Published By: Prasenjit DuttaPosted: 12:43 PM Jan 31, 2026Updated: 03:58 PM Jan 31, 2026

আট বছর ধরে হারতে হারতে অবশেষে জয় পেয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়াকে টি-২০ ম্যাচে হারিয়েছেন সলমন আলি আঘারা। অনেকেই বলছেন, এতে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। কারণ পাকিস্তানে অস্ট্রেলিয়ার যে দলটা খেলতে এসেছে, তা কার্যত নতুন মুখে ভরা। এতেই নাকি বিশ্বকাপের (T20 World Cup) আগে অপমানিত বোধ করছে পাকিস্তান। এমনই মনে করছেন সে দেশের ক্রিকেট বিশ্লেষক ও লেখক ওমাইর আলাভি।

Advertisement

কী বলেছেন তিনি? "ওরা ইতিমধ্যেই তাদের কিছু প্রধান খেলোয়াড় ছাড়াই পাকিস্তানে এসেছে। প্রথম ম্যাচে তারা সেরা খেলোয়াড়দের খেলায়নি। আমি একে পাকিস্তানের ক্রিকেট ভক্তদের অপমান হিসেবে দেখছি।" বলছেন আলাভি। উল্লেখ্য, বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জার্সিতে তিনজন অভিষেক ঘটিয়েছে। দলে ছিলেন না অধিনায়ক মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, জশ ইংলিশ, স্কট অ্যাবট, বেন ডোয়ারশুইসের মতো ক্রিকেটার।

কেবল আলাভি নন, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মঈন খানও এ নিয়ে সুর চড়িয়েছেন। তাঁর কথায়, "সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া দুর্বল দল নিয়ে পাকিস্তানে এসেছে। তাদের ভাবখানা বড্ড দায়সারা। যেন সিরিজ খেলতে হয় বলেই খেলছে।" যদিও এই ধারণার বিরুদ্ধ মতও রয়েছে। অনেকেই বলছেন, ঠাসা ক্রীড়াসূচির চাপ এড়াতেই দলগুলো তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত দিতে বাধ্য হচ্ছে।

উল্লেখ্য, অজি বাহিনী ‘বি’ টিম নিয়ে নামলেও পাকিস্তান অবশ্য পূর্ণশক্তির দল নিয়েই নেমেছিল। প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ১৬৮ রান করেন সাইম আয়ুবরা। তবে সেই টার্গেট তুলতে পারেনি অজিরা। ১৪৬ রানে আটকে যায় ম্যাট রেনশদের ইনিংস। আট বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ জয় পায় পাকিস্তান। তবে এই জয়ের পর আদৌ কোনও লাভ হচ্ছে না বলেই সেদেশের ক্রিকেটমহলে জোর আলোচনা চলছে। অনেকেই কটাক্ষের সুরে বলছেন, "পাকিস্তান দুর্বল বলেই তারকাদের বিশ্রাম দিচ্ছে অস্ট্রেলিয়া।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement