সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি যুব এশিয়া কাপে ভারতকে বিরাট ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। তারপর পাক অনূর্ধ্ব-১৯ দল কি না মাতল ভারতের সিনেমা 'ধুরন্ধর'-এর গানেই। যে ভাইরাল গান FA9LA পাকিস্তানেই নিষিদ্ধ। ক্রিকেটমঞ্চে ভারতকে হারানো যে পাকিস্তানের 'সবচেয়ে বড় প্রাপ্তি', তা যেন ফের প্রমাণিত করল। তরুণ পাক ক্রিকেটাররা যখন ইসলামাবাদে ফিরল, তখন তাদের নিয়ে যে উন্মাদনা, তা যেন বিশ্বকাপ জেতার মতো।
বড়দের এশিয়া কাপে তিন-তিনবার সূর্যকুমারদের কাছে হেরেছে পাকিস্তান। তাদের সেই জ্বালা যেন কিছুটা মিটেছে সংযুক্ত আরব আমিরশাহিতে বৈভব সূর্যবংশীদের হারিয়ে। সমীর মিনহাসের ১৭২ রানের দাপটে পাকিস্তান তোলে ৩৪৭ রান। জবাবে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে একরাশ লজ্জা উপহার দেয় বৈভব-অভিজ্ঞানরা কুণ্ডুরা। তারপর সেই ভারতীয় সিনেমার গানের ছন্দেই পা মেলাল পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তান বিরোধী তকমার দায়ে পাক মুলুক-সহ মধ্যাপ্রাচ্যের ছয় দেশে মুক্তির আলো দেখেনি ‘ধুরন্ধর’। ভারতকে হারানোর উল্লাসে সেই গানে নাচতে নেটিজেনদের কটাক্ষ, 'এদের কি নিজস্ব কোনও গানও নেই?'
অন্যদিকে পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা দেশে ফিরতেই চরম উন্মাদনা। রীতিমতো উৎসবের মেজাজ ইসলামাবাদ বিমানবন্দরের বাইরে। চারদিকে গান-বাজনা চলতে থাকে। যুব এশিয়া কাপের ট্রফি হাতে ওই ভিড়ের মধ্যে দিয়েই বেরোয় ফারহান ইউসুফরা। যেহেতু সাম্প্রতিক সময়ে ভারতের কাছে বারবার পরাজিত হতে হয়েছে, তাই এই জয় পাক ক্রিকেটভক্তদের কাছে বাড়তি আনন্দের বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও তাদের সঙ্গে দেখা করবেন বলে খবর।
