shono
Advertisement
Suryakumar Yadav

‘দলের ১৪ জন সেনা আমার ব্যর্থতা ঢেকে দিচ্ছে’, খারাপ ফর্ম নিয়ে স্বীকারোক্তি সূর্যের!

আর কী বলেছেন টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি অধিনায়ক?
Published By: Prasenjit DuttaPosted: 02:27 PM Dec 22, 2025Updated: 04:03 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর সাম্প্রতিক ফর্ম উদ্বেগে রাখছে টিম ইন্ডিয়াকে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর ফর্মে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এবার আহমেদাবাদের জিএলএস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনেও ব্যাডপ্যাচ নিয়ে মন্তব্য করেছেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক।  

Advertisement

তিনি বলেন, "একজন খেলোয়াড় সব সময় ভালো ফর্মে থাকে না। তার মানে এটা বলছি না যে, সকলে চান ফর্ম খারাপ হোক। কিন্তু এখান থেকে শিক্ষা নিতে হয়। আমার কেরিয়ারেও এটা শেখার সময়। ওঠাপড়া চলছে। এখান থেকে ঠিক বের হব।" সূর্যকুমার আরও বলেন, "এখন ১৪ জন সেনা আপাতত আমার ব্যর্থতা ঢেকে দিচ্ছে। ওরা জানে যেদিন আমি বিস্ফোরণ ঘটাব, সেদিন কী ঘটবে। আমি নিশ্চিত যে, তোমরাও এটা জানো।"

সাম্প্রতিক অতীতে একেবারেই ফর্মে নেই সূর্য। গত বছর একটিও অর্ধশতক করতে পারেননি। ২০২৫ সালে ১৯ ইনিংসে মাত্র ২১৮ রান করেছেন। গড় মাত্র ১৩.৬২। স্ট্রাইক রেট ১২৩.১৬। সর্বোচ্চ এশিয়া কাপে করা ৪৭ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ৩-১ ব্যবধানে ভারত সিরিজ জিতেলেও চার ইনিংসে সূর্যকুমার করেছেন মাত্র ৩৪ রান। গড় মাত্র ৮.৫০। স্ট্রাইক রেটও তথৈবচ। মাত্র ১০৩.০৩।

তবে ৩৫ বছর বয়সি সূর্য আশাবাদী, আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফর্মে ফিরবেন। এই মুহূর্তে মনে কোনও নেতিবাচক ভাবনা ঠাঁই দিচ্ছেন না সূর্য। তাঁর কথায়, "আমি সব সময় ইতিবাচক থাকতে পছন্দ করি। পরিশ্রম করি। পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট হয়, তাহলে কি তোমরা স্কুল ছেড়ে দাও? অবশ্যই না। তখন তো স্কুলে থেকেই আরও বেশি করে পরিশ্রম করো। এরপর সফলও হও। আমিও ঠিক সেইভাবেই ফর্মে ফেরার চেষ্টা করছি।"

আগামী বছর ফেব্রুয়ারি মাসে দেশের মাটিতে কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধ। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবে টিম ইন্ডিয়া। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে যথাক্রমে নাগপুর (২১ জানুয়ারি), রায়পুর (২৩ জানুয়ারি), গুয়াহাটি (২৫ জানুয়ারি), বিশাখাপত্তনম (২৮ জানুয়ারি) এবং ত্রিবান্দ্রমে (৩১ জানুয়ারি)। এখন দেখার, ব্যাটে রানের খরা কাটাতে পারেন কি না টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁর সাম্প্রতিক ফর্ম উদ্বেগে রাখছে টিম ইন্ডিয়াকে।
  • যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর ফর্মে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন সূর্যকুমার যাদব।
  • এবার আহমেদাবাদের জিএলএস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনেও ব্যাডপ্যাচ নিয়ে মন্তব্য করেছেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক। 
Advertisement