সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে চর্চিত বিয়ে। কিন্তু সেই বিয়ে (Smriti Mandhana Wedding) অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল। আপাতত সাত পাকে বাঁধা পড়ছেন না ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং সংগীতশিল্পী পলাশ মুচ্ছল। নিজের ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে গায়িকা পলক মুচ্ছল জানিয়েছেন, আপাতত বিয়ে স্থগিত রাখা হয়েছে। এই কঠিন সময়ে সকলে যেন পরিবারের গোপনীয়তাকে সম্মান করেন।
রবিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে সাঙ্গলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্মৃতি এবং তাঁর পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান। স্মৃতির ওয়েডিং ম্যানেজমেন্ট সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সেই অনুষ্ঠান কবে হবে, তা জানা যায়নি। এরপর সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পলাশকেও। জানা গিয়েছে, ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাঁকে। ইতিমধ্যেই হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন পলাশ।
কিন্তু ঘটনাবলি ক্রমেই অন্যদিকে মোড় নিতে থাকে। পলাশকে ঘিরে নানারকম জল্পনা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। অনেকেই দাবি করেন, বাবার অসুস্থতাটা প্রধান কারণ নয়। স্মৃতির বিয়ে পিছিয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে পলাশেরই কিছু 'কীর্তি'। সেই জল্পনায় ঘি ঢালে স্মৃতির একটি পদক্ষেপ। বিশ্বজয়ের মাঠে স্বপ্নের মতো 'প্রোপোজাল', বিয়ের সঙ্গীত-মেহেন্দির সমস্ত ছবি নিজের সোশাল মিডিয়া থেকে সরিয়ে দেন স্মৃতি। তবে পলাশের সঙ্গে অন্য ছবি রয়েছে স্মৃতির ইনস্টাগ্রামে।
নেটদুনিয়ায় নানা গুঞ্জন ছড়াতেই ইনস্টাগ্রামে ছোট্ট বিবৃতি দেন পলাশের দিদি পলক মুচ্ছল। নিজের ইনস্টা স্টোরিতে তিনি লেখেন, 'স্মৃতির বাবার শারীরিক অবস্থার কারণেই স্মৃতি এবং পলাশের বিয়ে আপাতত স্থগিত করা হয়েছে। সকলকে অনুরোধ করব, এই স্পর্শকাতর সময়ে দুই পরিবারের গোপনীয়তাকে মর্যাদা দিন।' তবে নেটদুনিয়ার জল্পনা নিয়ে কিছু বলেননি পলক। তবে প্রশ্ন উঠছে, যাবতীয় জল্পনার 'সাফাই' দিতেই কি এই পোস্ট করেছেন গায়িকা?
